শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

দাগনভূঞা হাসপাতালে রোগীর ভিড়, বিপাকে চিকিৎসকরা

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
  ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
দাগনভূঞা হাসপাতালে রোগীর ভিড়, বিপাকে চিকিৎসকরা

শতাব্দীর ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ফেনীর জনপদ। পানি কমে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে বেড়েছে ডায়রিয়া, চর্মরোগ, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, জ্বরসহ পানিবাহিত রোগের প্রাদুর্ভাব। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই শিশু ও বয়স্ক। ডায়রিয়া ওয়ার্ডে ধারণক্ষমতার প্রায় তিনগুণের বেশি রোগী। তাদের চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছে দাগনভূঞা উপজেলার ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপেস্নক্সে কর্তৃপক্ষ। শয্যা সংকটে মেঝে ও ওয়ার্ডের বাহিরে চিকিৎসা নিচ্ছেন রোগীরা।

মঙ্গলবার হাসপাতালের দেখা যায়, আক্রান্ত রোগীর প্রায় ৫০ ভাগই শিশু। ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ডায়রিয়া আক্রান্ত ৮১ জন ভর্তি আছেন। অতিরিক্ত রোগীর চাপে হাসপাতালে ওয়ার্ডের বাহিরে বারান্দায় চিকিৎসা নিচ্ছেন রোগীরা। বহির্বিভাগে প্রতিদিন গড়ে ছয়শর অধিক রোগী চিকিৎসাসেবা নিচ্ছেন।

উপজেলার আলীপুর এলাকা থেকে চার বছর বয়সি মেয়েকে নিয়ে হাসপাতালে আসেন উম্মে কুলসুম। ডায়রিয়া ওয়ার্ডে শয্যা না পেয়ে সামনের হাসপাতালের বারান্দায় চিকিৎসা নিচ্ছেন। তিনি বলেন, 'এখানে এত বেশি রোগীর চাপ, ওয়ার্ডে থাকার মতো কোনো অবস্থা নেই। বাধ্য হয়ে বারান্দায় বিছানা করে চিকিৎসা নিচ্ছি। এই পরিস্থিতিতে আরও বেশি কষ্ট হচ্ছে।'

উপজেলার সিন্দুরপুরের বাসিন্দা আকবর মিয়া বলেন, 'তিন দিন ধরে নাতনিকে নিয়ে এখানে আছি। পরীক্ষায় নিউমোনিয়া শনাক্ত হয়েছে। এখানে এত বেশি গরম যে, সঙ্গে থাকা স্বজনরাও অসুস্থ হয়ে যাচ্ছেন।'

ডায়রিয়া ওয়ার্ডে দায়িত্বরত সেবিকারা বলেন, ধারণক্ষমতার কয়েকগুণ বেশি রোগীর চিকিৎসা। বন্যার কারণে রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

ইউনিক হাসপাতালের পরিচালক ডাক্তার প্রদীপ মজুমদার জানান, ডায়রিয়া রোগীদের বিনামূল্যে সর্বোচ্চ সেবা নিশ্চিত করেছি।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম বলেন, বন্যা-পরবর্তী সময় উপজেলায় ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। অতিরিক্ত রোগীর চাপ সামলাতে আলাদা ডায়রিয়া ওয়ার্ড চালু করা হয়েছে। পাশাপাশি নরমাল ডেলিভারি ও সিজার অপারেশন চালু রয়েছে। অতিরিক্ত রোগীর বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে সহযোগিতা চেয়েছি। তিনি আরও বলেন, উপজেলার বিভিন্ন বেসরকারি হাসপাতালগুলোকে ও বিনামূল্যে ডায়রিয়া রোগীর চিকিৎসাসেবা দিতেও বলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে