নীলফামারীর সৈয়দপুরে পস্নাজা মার্কেটের ব্যবসায়ীদের কর্মকান্ডে উদ্ভুত পরিস্থিতির পরিপ্রক্ষিতে সংবাদ সম্মেলন করেছে মার্কেট কর্তৃপক্ষ। সোমবার কর্তৃপক্ষের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মার্কেট কর্তৃপক্ষের সিনিয়র ম্যানেজার নূর-ই এলাহি লিখিত বক্তব্যে বলেন, '৩.৪০ একর জমির ওপর বৃহৎ পরিসরে নির্মিত মার্কেটের একক মালিক হচ্ছেন এসআর ট্রেডিংয়ের প্রোপ্রাইটর শামসুল হক ভুইয়া। শুরু থেকেই এটির প্রকল্প পরিচালক গুলজার আহমেদ সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। হঠাৎ করে ২৭ আগস্ট মার্কেটের ব্যবসায়ী সমিতি ১২ দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন কর্মসূচি পালনসহ সংবাদ সম্মেলনের আয়োজন করে। অথচ, ব্যবসায়ীরা দাপ্তরিকভাবে তাদের এসব দাবি মার্কেট কর্তৃপক্ষকে প্রেরণ করেননি।
তিনি আরও জানান, ব্যবসায়ীরা যেসব দাবি করেছেন সেসব দাবি বাস্তবায়নে মার্কেট কর্তৃপক্ষ বদ্ধপরিকর। ইতোমধ্যে এ নিয়ে পরিকল্পনা করে সেসব কাজ করার প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন- পস্নাজা মার্কেটের প্রকল্প পরিচালক গুলজার আহমেদ, অ্যাকাউন্টস ম্যানেজার মজিবর রহমান ও মার্কেটের সহকারী ম্যানেজার মারুফ ফেরদৌস।