রাণীনগরে নির্ধারিত সময়ে অর্জিত হলো না ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা
প্রকাশ | ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর রাণীনগর উপজেলায় বোরো মৌসুমের অভ্যন্তরীণ ধান চাল সংগ্রহে নির্ধারিত সময়েও লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। তবে চালের ক্ষেত্রে লক্ষ্যমাত্রা অর্জনে কাছাকাছি পৌঁছালেও ধান সংগ্রহে চরমভাবে ব্যাহত হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, সরকার নির্ধারিত দরের চেয়ে স্থানীয় বাজারে দর বেশি পাওয়ায় খাদ্যগুদামে ধান দেননি কৃষকরা। ফলে ধান সংগ্রহ অভিযান চরমভাবে ব্যাহত হয়েছে।
রাণীনগর উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তার দপ্তর সূত্রে জানা যায়, বোরো মৌসুমে এ উপজেলায় ৪৫ টাকা কেজি দরে দুই হাজার ৩৭৬ টন সিদ্ধ চাল এবং ৪৪ টাকা কেজি দরে ৪৮ টন আতব চাল সংগ্রহের বরাদ্দ দেওয়া হয়। এছাড়া ৩২ টাকা কেজি দরে এক হাজার ৮৬৮ টন ধান ক্রয়ের বরাদ্দ দেওয়া হয়। গত মে মাস থেকে আনুষ্ঠানিকভাবে এই ধান-চাল সংগ্রহ অভিযান শুরু করা হয়। গুদামে চাল সরবরাহে উপজেলার ৩৪ জন মিলার চুক্তিতে আসেন।
এসব ধান-চাল সরবরাহে সরকারিভাবে নির্ধারিত সময়সীমা বেঁধে দেওয়া হয় ৩১ আগস্ট পর্যন্ত। কিন্তু নির্ধারিত সময়ে দুই হাজার ৩৭৬ টন চালের মধ্যে মিলাররা সরবরাহ করেছেন এক হাজার ৯৩৭ টন। এতে এখনো ৪৩৯ টন চাল সংগ্রহে ঘাটতি রয়েছে। এছাড়া বরাদ্দকৃত ৪৮ টন আতব চালের মধ্যে এক ছটাক চালও সরবরাহ করেননি মিলাররা। এদিকে সরাসরি কৃষকদের কাছ থেকে এক হাজার ৮৬৮ টন ধানের মধ্যে সংগ্রহ হয়েছে মাত্র ৫৫১.৩৬০ টন। ফলে ধান সংগ্রহ অভিযান চরমভাবে ব্যাহত হয়েছে।
উপজেলার গোনা গ্রামের শহিদুল ইসলাম, মিরাটের আব্দুল জব্বারসহ বেশ কয়েকজন কৃষক জানান, 'সরকারি খাদ্য গুদামে ধান দিতে গেলে ব্যাংক অ্যাকাউন্ট, অনলাইনে আবেদন, ধানের মান নির্ণয়সহ বিভিন্ন ঝামেলা পোহাতে হয়। এছাড়া সরকার ধান ক্রয়ে যে দর নির্ধারণ করেছেন এর চেয়ে স্থানীয় বাজারে প্রতিমণ ধান ২৫০ থেকে ৩০০ টাকা বেশি দরে বিক্রি করতে পারছি এবং কোন ঝামেলা ছাড়াই সঙ্গে সঙ্গেই ধান বিক্রির টাকা হাতে পাচ্ছি। তাই খাদ্যগুদামে ধান দেইনি।'
রাণীনগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ওবাইদুর রহমান জানান, 'গত দুই সপ্তাহ আগে ধান সংগ্রহে লক্ষ্যমাত্রা অর্জিত হবে কিনা তা মতামত চেয়ে ঊর্ধ্বতন মহল থেকে চিঠি দেওয়া হয়েছিল। সেখানে ধান সংগ্রহ হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়ে দিয়েছি। এছাড়া সংগ্রহ অভিযানের নির্ধারিত সময় বাড়ানো হবে কিনা তা এখনো জানা যায়নি। সময় বাড়াতে পারে বলে ধারনা করা হচ্ছে।'