দেশে ফেরা হলো না লোহাগাড়ার প্রবাসী বাবরের
প্রকাশ | ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
৩ সেপ্টেম্বর দেশে ফিরবে বলে ঠিক করেন সৌদি আরব প্রবাসী মহিউদ্দিন চৌধুরী বাবর। এরই মাঝে হয়ে পড়েন অসুস্থ। শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হয়ে মহিউদ্দিন চৌধুরী বাবর (৪৫) নামে এ যুবকের একটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃতু্য হয়েছে।
মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টার দিকে জেদ্দার একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃতু্য হয়। মহিউদ্দিন চৌধুরী বাবর লোহাগাড়া সদর ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের মৃত শামসুল ইসলামের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, 'মহিউদ্দিন চৌধুরী বাবর জীবিকার তাগিদে সৌদি আরব যান। সেখানে তিনি থাই এলুমিনিয়াম ও গস্নাস ফিটিংয়ের কাজ করতেন। কিছুদিন যাবৎ তিনি ঠান্ডা, শ্বাসকষ্ট ও ডায়াবেটিকসহ নানা রোগে আক্রান্ত হন। সেজন্য তিনি দেশে ফেরার প্রস্তুতিও নিয়েছিলেন। ৩ সেপ্টেম্বর দেশে ফেরার কথা ছিল। কিন্তু গত রোববার তার শারীরিক অবস্থার অবনতি হলে সেখানকার একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃতু্য হয়।