রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আগুন
প্রকাশ | ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
রংপুর প্রতিনিধি
রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের প্রথম তলার কন্ট্রোল রুমে মঙ্গলবার সকাল আনুমানিক ১০টার দিকে আকস্মিকভাবে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ সময় রোগী ও স্বজনরা আতঙ্কে ছোটাছুটি করলে পাঁচজন আহত হন। আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের সহকারী পরিচালক ডা. আখতারুজ্জামান।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে হাসপাতালের নিচতলায় মেডিসিন বিভাগের বহির্বিভাগের কাছে বিদু্যৎ কন্ট্রোল রুমে আকস্মিক আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। পুরো হাসপাতালে আগুন-আতঙ্ক অনেকের মধ্যে দেখা দেয়। খবর পেয়ে হাসপাতালের কর্মচারীরা আগুন নেভানো সিলিন্ডার দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। আধ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট হাসপাতালে আসে। কিন্তু এর আগেই আগুন নিভিয়ে ফেলেন কর্মচারীরা। বিদু্যতের শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছেন কর্মকর্তা-কর্মচারীরা।
এ ব্যাপারে হাসপাতালের কর্মচারী সোলায়মান বলেন, 'আকস্মিকভাবে হাসপাতালের নিচতলায় মেডিসিন বহির্বিভাগের পাশেই বিদু্যৎ কন্ট্রোল রুমে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আগুন নেভানোর সিলিন্ডার নিয়ে আমরা দ্রম্নত গিয়ে আধ ঘণ্টা চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ করতে সক্ষম হই।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিট হাসপাতালে আসলেও আগুন নিভে গেছে জানতে পেরে চলে যায়।'
হাসপাতালের সহকারী ওয়ার্ড মাস্টার সালাম জানান, বিদু্যতের শট সার্কিট থেকে আগুন লাগার কারণে বিদু্যৎ কন্ট্রোল রুমের অনেক যন্ত্রপাতি পুড়ে নষ্ট হয়ে গেছে।
এ ব্যাপারে জানতে হাসপাতালের সহকারী পরিচালক ডা. আখতারুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি শট সার্কিট থেকে আগুন লাগার কথা জানান।