পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার দুই জেলায় আটক আরও ৩

প্রকাশ | ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
রাজশাহীর পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এছাড়াও বাগেরহাট ও পাবনার ঈশ্বরদীতে মাদক ব্যবসায়ী এবং মামলার আসামিসহ তিনজনকে আটক করেছের্ যাব ও পুলিশ। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর- পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি জানান, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদ মোলস্নাকে গ্রেপ্তার করেছে পুঠিয়া থানা পুলিশ। মঙ্গলবার রাত ২টার দিকে উপজেলার নয়াপাড়া এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, তার বিরুদ্ধে সন্ত্রাস, নাশকতা ও ভোট কেন্দ্র দখলের মামলায় তাকে আটক করা হয়েছে। মঙ্গলবার তাকে আমরা আদালতে পাঠিয়েছি। বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটের মোংলার বহুল আলোচিত ব্যবসায়ী তালুকদার আখতার ফারুক (৬০) ওরফে টিএ ফারুক অবশেষে স্ত্রী নির্যাতনের মামলায় গ্রেপ্তার হয়েছেন। মোংলা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে সোমবার আদালতে প্রেরন করে। রাজনৈতিকভাবে তিনি জাতীয় পার্টির মোংলা উপজেলার সভাপতির দায়িত্ব পালন করলেও সর্বশেষ আওয়ামী লীগে যোগদান করেছিলেন। মামলায় তার বিরুদ্ধে চরিত্রহীন, লম্পট ও একাধিক বিবাহ পাগল মানুষ বলে অভিযোগ আনা হয়। মোংলা থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, এ ঘটনায় তার স্ত্রী জরিনা বেগম বাদী হয়ে রাতেই মোংলা থানায় মামলা দায়ের করেন। একপর্যায়ে এ মামলায় পুলিশ আখতার ফারুক ও তার সহযোগী আক্তার হোসেনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে। ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি জানান, পাবনার ঈশ্বরদীতে ৩৭ বোতল ফেনসিডিলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছের্ যাব-১২ পাবনা। গত সোমবার দিবাগত রাত পৌনে ১১টায় পাবনা-ঈশ্বরদী মহাসড়কের দিকশাইল এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া মাদক কারবারি মো. হেলাল উদ্দিন (৪৮) নাটোর জেলার লালপুর থানাধীন পুরাতন ঈশ্বরদী (এয়ারপোর্ট) মোড়স্থ মৃত সোবহান ফকিরের ছেলে। মঙ্গলবার দুপুরের্ যাব-১২ পাবনার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। উলেস্নখ্য, গ্রেপ্তারকৃত আসামি মো. হেলাল উদ্দিনের বিরুদ্ধে পূর্বের ৫টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে বলেওর্ যাব সূত্রে জানা গেছে।