মেহেরপুরে এক প্রতিষ্ঠানে ৭০ হাজার টাকা ও পাবনার ঈশ্বরদীতে তিন প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এদিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিপুল পরিমাণ কাঠ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আরও দুই জেলায় অভিযান করেছেন ভ্রাম্যমাণ আদালত। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
মেহেরপুর প্রতিনিধি জানান, মেহেরপুরে মেসার্স আমানুলস্নাহ ট্রেডার্স নামক সারের ডিলার প্রতিষ্ঠানে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে সারের অতিরিক্ত মূল্য নেওয়ায় জরিমানা আদায় করেন। এ ছাড়া মেয়াদ উত্তীর্ণ কীটনাশক জব্দ করে তা ধ্বংস করা হয়।
ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, 'সরকার নির্ধারিত মূল্যের থেকে অতিরিক্ত দামে সার বিক্রি, ভালো কীটনাশকের সঙ্গে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক সংরক্ষণ করায় এ জরিমানা করা হয়েছে।
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি জানান, পাবনার ঈশ্বরদীতে তিন প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা এবং একটি প্রতিষ্ঠানকে সিলগালা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার উপজেলার দাশুড়িয়া বাজারে অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি। এ সময় অভিযানের খবর পেয়ে বন্ধ রাখা একটি দোকান তাৎক্ষণিক সিলগালাও করেছেন ভোক্তা অধিকার।
অভিযানে দাশুড়িয়া বাজারের রিংকু বীজ ভান্ডারকে পাঁচ হাজার, মেসার্স শাখাওয়াত ট্রেডাসর্কে দশ হাজার, এস এম মেডিসিন কর্নারকে সাত হাজার ও হাসিনা বীজ ভান্ডারকে আইনি কাজে বাধা সৃষ্টির কারণে ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদানসহ প্রতিষ্ঠানটিকে সিলগালা করা হয়েছে।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বন বিভাগ, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ মূল্যবান সেগুন কাঠ উদ্ধার করা হয়েছে। সোম ও মঙ্গলবার রাতে পৃথক পৃথকভাবে চন্দ্রঘোনা এবং সরফভাটা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, কদমতলী ইউনিয়নের সুফি গোট্টা নামক এলাকায় সোমবার রাতে ২৫৬ ঘনফুট মূল্যবান সেগুন কাঠ জব্দ করা হয়। এর আগে মঙ্গলবার রাঙ্গুনিয়ার সরফভাটা ও কোদালা এলাকায় বিপুল পরিমাণ রদ্দা ও গোল উদ্ধার করা হয়।
নড়াইল প্রতিনিধি জানান, নড়াইলে সড়ক ও জনপথ বিভাগের অবৈধ দখল উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার নড়াইল-যশোর সড়কের শহর অংশের ভওয়াখালী এলাকা থেকে এ উচ্ছেদ অভিযান শুরু করা হয়।
অভিযান পরিচালনা করেন সড়ক ও জনপথ বিভাগ খুলনার স্টেট কর্মকর্তা ইয়ানুর রহমান। এ নির্বাহী ম্যাজিস্টেট, বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে নড়াইল-যশোর সড়কের শহর অংশের প্রায় ৬ কিলোমিটার সড়কের প্রশস্তকরণের কাজ চলমান রয়েছে। অবৈধ দখলদারদের কারণে প্রশস্তকরণের কাজ বাধাগ্রস্থ হওয়ায় প্রশাসনের পক্ষ থেকে নোটিশ প্রদান করা হলেও, দখলদাররা জায়গা খালি না করায় এ অভিযান শুরু করা হয়েছে।
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের খানসামায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মো. শাকিল ইসলাম (২২) নামে এক যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার ঘটনার সত্যতা ও অভিযুক্ত ওই যুবক দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই রায় দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশিক আহমেদ।
আটক যুবক শাকিল আহমেদ উপজেলার খামারপাড়া দুহশুহ গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে। ভুক্তভোগী ওই শিক্ষার্থী দুহশুহ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।
জানা যায়, এদিন সকালে ভুক্তভোগী ছাত্রী বিদ্যালয়ে আসার সময় রাস্তার পথিমধ্যে অভিযুক্ত যুবক শাকিল তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। এ সময় ছাত্রী চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশিক আহমেদ বলেন, খবর পেয়ে ওই যুবককে আটক করা হয়। ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।