শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

দৌলতপুরের আবুডাঙ্গা নদীতে ব্রিজের অভাবে ৩ ইউনিয়নবাসীর দুর্ভোগ

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
  ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
মানিকগঞ্জের দৌলতপুরে ধলেশ্বরী নদীর ওপর ব্রিজ নির্মাণ না হওয়ায় ঝুঁকি নিয়ে খেয়া নৌকায় পারাপার হচ্ছেন এলাকাবাসী -যাযাদি

স্বাধীনতার পর জনপ্রতিনিধিরা প্রতিশ্রম্নতি দিলেও এখনো মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়নের আবুডাঙ্গা যমুনা নদীর শাখা ধলেশ্বরী নদীর উপর ব্রিজ নির্মাণ হয়নি। ফলে খেয়া নৌকাই সেখানকার জনগণের একমাত্র ভরসা। দীর্ঘদিন ধরে বর্ষা মৌসুমে একটি ব্রিজের অভাবে জিয়নপুর, খলসী, বাঘুটিয়া এ তিন ইউনিয়নের প্রায় ৩০-৪০টি গ্রামের কয়েক হাজার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়।

স্বাধীনতার পর সেতুর অভাবে পারাপারে বিকল্প কোনো রাস্তা না থাকায় বর্ষা মৌসুমে নৌকাই একমাত্র ভরসা ওই তিন ইউনিয়নের ২০ থেকে ৩০ হাজার মানুষের। তারা যমুনা শাখা ধলেশ্বরী নদীতে প্রতিদিন নৌকা দিয়ে ঝুঁকি নিয়ে খেয়া পারাপার ও শুকনো মৌসুমে নদীর মধ্য দিয়ে পায়ে হেঁটে চলাচল করতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

খাল পার হয়ে যেতে হয় ঐতিহ্যবাহী শ্যামগঞ্জ হাট, বাঘুটিয়া কাচাই শেখ উচ্চ বিদ্যালয়, বিষ্ণপুর ঘতু মিয়া উচ্চ বিদ্যালয়, বীর ছাতিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়, নারানদিয়া অদি জামে মসজিদ, জিয়নপুর কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন পরিষদের কার্যালয়, ইউনিয়ন ভূমি অফিসে। এসব অফিসে সেবা নেওয়ার জন্য বর্ষা মৌসুমে খেয়া নৌকাই একমাত্র ভরসা। যোগাযোগের জন্য সড়ক থাকলেও সেতুর অভাবে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রামবাসীদের।

সরেজমিন গেলে পারাপারের অপেক্ষায় থাকা আবুডাঙ্গা বজলুর রহমান উচ্চ বিদ্যালয়ের ছাত্র জনি হোসেন, রনি মিয়া, আবু তালহা জানায়, আমরা ছোটবেলা থেকে নৌকা দিয়ে নদী পারাপার হচ্ছি। আমাদের মুরুব্বিরা বলেন 'আমরা তো সেতু দেখে যেতে পারলাম না, তোরা দেখবি নাকি আলস্নাহ জানে।'

জিয়নপুর গ্রামের আজিবুর রহমান ও জাকির হোসেন বলেন, যমুনা নদীর শাখা আবুডাঙ্গা ধলেশ্বরী নদীর উপর একটি ব্রিজ নির্মাণের দাবি দীর্ঘদিনের। ব্রিজ নির্মাণ হলে দুই পাড়ের সড়ক যোগাযোগ, শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন, কৃষি, ব্যবসা বৃদ্ধিসহ এলাকাবাসীর সার্বিক উন্নয়ন ঘটবে।

বাঘুটিয়া বি. কে. এস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর হক বলেন, নদীর উপর ব্রিজ না থাকায় যোগাযোগের সমস্যার কারণে এই এলাকার শিক্ষার্থীরা অনেক পিছিয়ে রয়েছে। অনেক সময় নদীতে স্রোত থাকে। তখন ছাত্র-ছাত্রীরা স্কুলে আসতে চায় না। বর্ষায় নৌকায় করে পারাপার ঝুঁকিপূর্ণ হওয়ায় অনেকেই লেখাপড়ার আগ্রহ হারিয়ে ফেলে।

বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, ধলেশ্বরী নদীর উপর একটি সেতু নির্মাণ না হওয়ায় আমার এলাকার জনগণের চরম দুর্ভোগ পোহাতে হয়। ভিজিডি ও ভিজিএফ কার্ডের মালামাল ঘিওর উপজেলা ঘুরে অতিরিক্ত পরিবহণ ভাড়া দিয়ে আনতে হয়।

জিয়নপুর ইউনিয়ন চেয়ারম্যান বেলায়েত হোসেন বলেন, জনদুর্ভোগ এড়াতে আবুডাঙ্গা নদীর উপর সেতু নির্মাণের দাবি জানাচ্ছি।

উপজেলা এলজিইডি প্রকৌশলী ইরাজ উদ্দিন দেওয়ান জানান, সেতু নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে