হবিগঞ্জে জমি নিয়ে বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এদিকে, ঝালকাঠির রাজাপুরে নববধূকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী-শাশুড়ির বিরুদ্ধে। অন্যদিকে, ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক বিদু্যৎস্পর্শে দুইজনের ও কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুকুরে ডুবে যাওয়া ছোট ভাইকে বাঁচাতে গিয়ে ভাই-বোনের মৃতু্য হয়। এছাড়া পিরোজপুরের নাজিরপুরে নারীর অর্ধগলিত লাশ নদী থেকে উদ্ধার করা হয়। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
হবিগঞ্জ প্রতিনিধি জানান, হবিগঞ্জের বানিয়াচং উপজেলার দোয়াখানী মহলস্নায় পৈতৃক বসতভিটা নিয়ে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছে। সোমবার সকালে এই ঘটনা ঘটে। নিহত নওশাদ মিয়া (৪০) দোয়াখানী মহলস্নার মৃত কিম্মত আলীর ছেলে। এ ঘটনার পর থেকেই ছোট ভাই ঘাতক জুনেদ মিয়া (২৫) পালিয়ে গেছেন।
জানা যায়, নওশাদ ও জুনেদের মধ্যে পৈতৃক বসতভিটা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে সকালে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জুনেদ উত্তেজিত হয়ে বড় ভাই নওশাদকে ছুরিকাঘাত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বানিয়াচং থানার ওসি আমিনুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকারীকে গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ঝালকাঠি ও রাজাপুর প্রতিনিধি জানান, ঝালকাঠির রাজাপুরের কানুনিয়া গ্রামে যৌতুক দিতে না পারায় এইচএসসি পরীক্ষার্থী নববধূ নাজমা আক্তারকে (১৯) বিষ খাইয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী জাহিদ হোসেন ও তার মা পলাতক রয়েছেন।
সোমবার সন্ধ্যায় নাজমার মা ফরিদা বেগম ও বোন ময়না বেগম অভিযোগ করেন। এর আগে বৃহস্পতিবার বিকালে ওই পরীক্ষার্থীকে বিষ খাওয়ানো হয় এবং বরিশাল শেবাচিমে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোররাতে মারা যায় বলে ওই পরীক্ষার্থীর পরিবারের অভিযোগ। নিহত নাজমা পিরোজপুরের কাউখালির গুয়াটন কলেজ এলাকার বৌলাকান্দা এলাকার আবুল বাসারের মেয়ে ও ঝালকাঠি সদর উপজেলার গুয়াটন কলেজের এইচএসসি পরীক্ষার্থী। অভিযুক্ত স্বামী মুদি দোকানি জাহিদ হোসেন উপজেলার কানুনিয়া গ্রামের আবু বকররের ছেলে।
এ বিষয়ে রাজাপুর থানায় সোমবার সন্ধ্যায় অভিযোগ দিলে পুলিশ সোমবার সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থলে যায়। রাজাপুর থানার উপপরিদর্শক বিপুল জানান, অভিযুক্ত ছেলের বাড়িতে গিয়ে ঘরে তালাবদ্ধ দেখা গেছে এবং ছেলে ও ছেলের মা পলাতক রয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া জানান, ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্থানে বিদু্যৎস্পর্শে জহিরুল ইসলাম (২৫) ও নাসির ভূঁইয়া (৫১) নামে দুইজনের মৃতু্য হয়েছে। গত সোমবার সকাল ১০টায় সরাইল উপজেলার গলানিয়া গ্রামে ও বেলা ১১টায় নাসিরনগর উপজেলার কুলিকুন্ডা গ্রামে পৃথক এই ঘটনা ঘটে। মৃত জহিরুল গলানিয়া গ্রামের আমির খানের ছেলে এবং নাসির কুলিকুন্ডা গ্রামের আবদু রউফ ভূঁইয়ার ছেলে।
সরাইল থানার ওসি সোহাগ রানা বলেন, সকালে গলানিয়া গ্রামের সুমন মিয়ার গ্যারেজে জহিরুল রিকশার ব্যাটারি চার্জ দিতে যান। এ সময় পরে থাকা বিদু্যতের তারে স্পর্শে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে চিকিসৎক মৃত ঘোষণা করেন।
এদিকে নাসিরনগর থানার ওসি নূরে আলম জানান, সকালে ঘরের বৈদু্যতিক পাখা চালু করতে গিয়ে নাসির ভূঁইয়া বিদু্যৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুকুরে গোসল করতে নামা পানিতে হাবুডুবু খাওয়া ছোট ভাইকে বাঁচাতে গিয়ে ওই পুকুরের পানিতে ডুবে মারা গেছে আপন দুই ভাই-বোন। এই ঘটনাটি ঘটেছে কাশিপুর ইউনিয়নের আরজি নেওয়াশী গ্রামে।
নিহতরা হলো- ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আরজি নেওয়াশী গ্রামের রবিউল ইসলামের শিশু কন্যা রিয়া মনি (১০) ও তার ছোট ভাই সিফাত বাবু (৬)।
স্থানীয় রাশেদুল ইসলাম জানান, সোমবার বিকালে বাড়ির ১০০ গজের মধ্যে থাকা একটি পুকুরে শিশু সিফাত সবার অগোচরে গোসল করার জন্য নামে। সে গভীর পানিতে হাবুডুবু খেতে থাকলে তার বড় বোন রিয়া মনি পুকুরে লাফ দিয়ে ছোট ভাইকে উদ্ধারের চেষ্টা করে। কিন্তু গভীর পানি থাকায় তারা দুই ভাই-বোন ডুবে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে একজনের ভাসমান মরদেহ ও অপরজনের মরদেহ জাল ফেলে উদ্ধার করে।
ফুলবাড়ী থানার ওসি নওয়াবুর রহমান জানান, থানার (তদন্ত ওসি) নাজমুস সাকিব সজীব ঘটনাস্থলে গেছেন।
নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি জানান, পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার তালতলা নদীর কিনারা থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ৯৯৯ ফোন পেয়ে পুলিশ মালিখালী সংলগ্ন নদী থেকে লাশটি উদ্ধার করে। উপজেলার ৫নং শাঁখারীকাঠী ইউনিয়নের সিংখালী তারাবুনিয়া আবাসন প্রকল্প সংলগ্ন তালতলা নদীতে অজ্ঞাতনামা মধ্যবয়সি অর্ধগলিত এ লাশ পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করে নাজিরপুর থানার ওসি শাহ্ আলাম হাওলাদার বলেন, 'নারীর বয়স অনুমান ৩৫-৪০ বছর। লম্বায় আনুমানিক ৫ ফুট ২ ইঞ্চি, মাথায় অল্প চুল রয়েছে, লাশটি অর্ধগলিত। পরনে গোলাপি রঙের গেঞ্জি ও পাজামা, তবে এখনো পরিচয় পাওয়া যায়নি।