শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১
লিবিয়ায় আটক আরমানের মায়ের আকুতি

আমার একমাত্র সন্তানকে আমার বুকে ফেরত চাই

স্টাফ রিপোর্টার, মাদারীপুর
  ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
লিবিয়ায় পাচারের পর আটকের ঘটনায় দালালের বিচার দাবিতে মাদারীপুরে ভুক্তভোগীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন -যাযাদি

'আমি এখন খরাত করতে পারি না বাবা। দৌড়াইতে দৌড়াইতে আমার পা ফুইলা গেছে, আমার একমাত্র সন্তানকে আমার বুকে ফেরত চাই। এক বছর ধরে আমার ছেলেকে নিয়ে গেছে দালালরা। এখন কার কাছে বেছছে আমি কইতে পারি না। আমার কাছ থেকে ৪৭ লাখ ৩৭ হাজার টাকা নিয়ে গেছে। আমি দালালদের শাস্তি চাই।'

এভাবে কেঁদে কেঁদে বলছেন আর আর্তনাদ করছেন লিবিয়ার বন্দিশালায় মাফিয়াদের হাতে আটক মাদারীপুরের মস্তফাপুর ইউনিয়নের বালিয়া এলাকার আরমান মোলস্নার বৃদ্ধ মা রেবা বেগম।

জানা গেছে, পরিবারের অভাব দূর করে আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য জীবনের ঝুঁকি নিয়ে দালাল চক্রের মাধ্যমে দেশ থেকে লিবিয়া হয়ে ইতালি যাওয়ার স্বপ্নে বিভোর মাদারীপুরের প্রায় তিন শতাধিক কিশোর ও যুবকের কাছ থেকে লাখ লাখ টাকা করে কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি দালাল চক্র। মাদারীপুরের মস্তফাপুর, ঘটমাঝি, পেয়ারপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের গরিব ও অসহায় পরিবারের কিশোর এবং যুবক ছেলেদের ইতালির স্বপ্ন দেখিয়ে লিবিয়া নিয়ে আটকে রেখে নির্যাতন চালায় ও লাখ লাখ টাকা হাতিয়ে নেয় সদর উপজেলার বালিয়া এলাকার দালাল চক্রের মূল হোতা দেলোয়ার সরদার ও তার আট সহযোগী। এসব কিশোর ও যুবককে লিবিয়া নিয়ে আটক করে চালিয়েছে অমানবিক নির্যাতন। দালাল ও মাফিয়া চক্রের নির্যাতন সহ্য করতে না পেরে অনেক যুবক পালিয়ে দেশে ফিরে এসেছে। অনেককে এখন লিবিয়ায় মাফিয়া চক্ররা আটক রেখে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে ও ব্যাপক নির্যাতন করছে। দালাল চক্রের কাছে জিম্মি হয়ে জমিজমা, ঘরবাড়ি বিক্রি করে ও আত্মীয় স্বজনের কাছ থেকে লাখ লাখ টাকা এবং সুদের মাধ্যমে টাকা মাফিয়াদের দিয়ে নিঃস্ব হয়ে পড়েছে পরিবারগুলো।

এ বিষয়ে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দালালের বিচারের দাবিতে মঙ্গলবার সকালে মানববন্ধন কর্মসূচি পালন এবং অতিরিক্ত জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে।

লিবিয়ায় জিম্মিদের পরিবারের সদস্যরা বলেন, 'মাদারীপুরের বহু মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়েছে দালাল চক্রের মূল হোতা দেলোয়ার। আমাদের নিঃস্ব করে দিয়েছে। এখানে যারা উপস্থিত আছে এসব পরিবারের কাছ থেকে ৩০ থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত নিয়েছে দালালরা। দালাল দেলোয়ারসহ মাফিয়া চক্রের সদস্যদের শাস্তির দাবি জানাই।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে