গাজী কারখানা অগ্নিকান্ডে নিরীহ মানুষকে জড়িয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন
প্রকাশ | ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের গাজী টায়ার কারখানার অগ্নিকান্ডের ঘটনায় নিরীহ মানুষদের জড়িয়ে বিভিন্ন স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার উপজেলার তারাবো পৌরসভার বরাবো বাসস্ট্যান্ডে এলাকাবাসী এ মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন পূর্বক আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বরাবো বাজার ব্যবসায়ী হযরত আলী। সভায় বক্তব্য রাখেন বরাবো বাজার ব্যবসায়ী আনোয়ারুল ইসলাম, মনির হোসেন, হারিজ মিয়া, মামুন মিয়া, কবির হোসেন, সাহদাত হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, 'গত ২৫ আগস্ট রাত সাড়ে ১০টায় গাজী টায়ার কারখানায় অগ্নিকান্ডের ঘটনায় বরাবো এলাকার ব্যবসায়ী শহিদুল ইসলাম, শাকিল মিয়া ও মিজান মিয়াকে জড়িয়ে বিভিন্ন জাতীয় ও স্থানীয় কিছু পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়। প্রত্যেকেই বরাবো বাজারের ব্যবসায়ী। কোনোভাবেই তারা এ হীন কাজে জড়িত নয়। সংবাদে তাদের জড়ানো অংশটুকু সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।'