ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ফাঁসির দাবিতে মানববন্ধন হয়েছে। এদিকে নোয়াখলীর সেনবাগে ৫ দফা দাবি জানিয়েছে ক্ষতিগ্রস্ত মৎস্য খামারিরা। এ ছাড়া ইউপি চেয়ারম্যান ও প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে পাঁচ জেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি জানান, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক পৌর মেয়র তাকজিল খলিফা কাজলের ফাঁসি এবং তাদের দোসরদের শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার সকালে রেলওয়ে স্টেশন চত্বরে এ মানববন্ধন করে উপজেলাবাসী।
ঘণ্টাব্যপী মানববন্ধনে আইনসুল হকের নির্দেশে হত্যা, মামলা-হামলায় নির্যাতিত পরিবারের সদস্য, রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা বিএনপির সদস্য সচিব ডা. খোরশেদ আলম, পৌর বিএনপির আহ্বায়ক সেলিম ভূইয়া প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, বিগত ১৫ বছর স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে মানুষের বাকস্বাধীনতা, মানবাধিকার ছিল না। সারাদেশের মতো কসবা-আখাউড়ায় বিএনপি অসংখ্য নেতাকর্মীসহ সাধারণ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। গুম, খুন করেছে। আখাউড়ায় ক্রস ফায়ার দিয়ে মানুষকে হত্যা করেছে। তারা জনগণের জানমাল লুটপাট, জায়গাজমি দখল করে কোটি কোটি টাকা কামিয়েছে।
সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি জানান, নোয়াখালীর সেনবাগে সম্প্রতি ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য খামারিদের আর্থিক সহায়তা প্রদান, পাঁচ বছরের জন্য সুদমুক্ত ঋণ প্রদান, মাছের পোনার দাম কমানোসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সেনবাগ থানা চত্বরে উপজেলা মৎস্য খামার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অ্যাসোসিয়েশনের সভাপতি সামছুদ্দোহা, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন, সহ-সভাপতি জাফর আহমেদ ও এয়াছিন আলী বাবর, সাংগঠনিক সম্পাদক আলী হাছান, সদস্য কামালা উদ্দিন বাবুল বক্তব্য রাখেন।
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. হযরত আলীর দুর্নীতির প্রতিবাদে তার পদত্যাগ ও শাস্তির দাবিতে সোমবার মানববন্ধন ও বিক্ষোভ করে এলাকাবাসী।
বক্তারা বলেন, চেয়ারম্যান মো. হযরত আলী নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হওয়ার পর থেকে স্বৈরশাসন কায়েম করেছে। তার ছেলে উপজেলা ছাত্রলীগের সাবেক সম্পাদক মোফাজ্জল হোসেনের নেতৃত্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিহত করতে দা-মিছিল করেছে। টিআর, কাবিখা, কর্মসৃজন কর্মসূচিসহ সব প্রকল্পের অর্থ লুটপাট করেছে এই চেয়ারম্যান। তাই তার অবিলম্বে অপসারণ ও বিচার দাবি জানাচ্ছি।
সাতক্ষীরা প্রতিনিধি জানান, সাতক্ষীরার ধুলিহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ভালুকা চাঁদপুর কলেজ মোড়ে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।
বক্তব্য রাখেন ভালুকা চাঁদপুর কলেজের অনার্স প্রথমবর্ষের শিক্ষার্থী রিমন হোসেন, ইরআম আতিক প্রমুখ।
বক্তরা বলেন, 'স্বৈরাচার হাসিনা সরকারের আমলে গায়েবি মামলার শিকার হয়েছে অনেক মানুষ। তাই অনতিবিলম্বে ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরীর নামে দায়েরকৃত যে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা হয়েছে তা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি।'
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, কুড়িগ্রামের চিলমারীতে নানা অনিয়মের অভিযোগ তুলে শরীফের হাট এম ইউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফের পদত্যাগ দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। তবে অভিযুক্ত প্রধান শিক্ষক আব্দুর রউফ তার বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা পাওয়া গেলে পদত্যাগ করবেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়েছেন।
তিনি বলেন, উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুল ইসলাম স্যারের সঙ্গে কথা হয়েছে। তিনি অভিযোগের বিষয়ে তদন্ত করবেন। তদন্তে আমি দোষী প্রমাণিত হলে পদত্যাগ করব।'
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও প্রতিষ্ঠানটির সভাপতি মিনহাজুল ইসলাম জানান, 'শিক্ষার্থীদের অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হবে।'
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, হাটহাজারীর মির্জাপুর জয়নুল উলুম আলিম মাদ্রাসার শিক্ষক আব্দুস সালামের পদত্যাগ ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী, অভিভাবক ও স্থানীয়রা। মঙ্গলবার দুপুরে মাদ্রাসা মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় অভিযুক্ত শিক্ষককে দুর্নীতিবাজ, মামলাবাজ ও শীর্ষসন্ত্রাসী উলেস্নখ করে বক্তারা বলেন, শিক্ষকতার মহান পেশাকে ঢাল হিসেবে ব্যবহার করে এমন কোনো অপকর্ম নেই সে করেনি। সে মির্জাপুর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক। ফলে দলীয় প্রভাব খাটিয়ে নিরীহ মানুষকে মিথ্যা মামলা দেওয়াই ছিল তার প্রধান কাজ। এলাকার সাধারণ জনগণকে বিএনপি-জামায়াত ট্যাগ লাগিয়ে মামলা দিয়ে এলাকাছাড়া করেছে অনেককে। মানববন্ধনে বক্তব্য রাখেন মো. আজম, মো. রুবেল, আক্কাছ, মো. ফজল প্রমুখ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি জানান, শিবগঞ্জ উপজেলার উথলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাবিবুর আলমের অপসারণ দাবিতে মানববন্ধন ও কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার মোকামতলা জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষার্থী ও অভিভাবকরা।
বক্তব্য রাখেন অভিভাবক সুনীল দেব, নান্নু মিয়া, সুনীল সাহা, সাবেক শিক্ষার্থী সোহেল রানা, মামুন হোসেন, বুলবুল হোসেন, মোস্তফা, সুমন আক্তার, মাসুদ রানা প্রমুখ।