বিক্ষোভ মিছিল
ম আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। রোববার বিকালে এতে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান আলহাজ ইলিয়াস কাঞ্চন। আনোয়ারা উপজেলা বিএনপি নেতা মোহাম্মদ ইউছুপ সওদাগরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আহম্মদ নুর, বিএনপি নেতা আবু তাহের, শামশু, মো. মনজু, সামশুল আলম, মো. আকতার, মো. জসিম উদ্দিন।
আর্থিক সহায়তা
ম দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যায় দুর্গতদের পাশে দাঁড়িয়েছে দুর্গাপুরের ৯০ দশকের ছাত্ররা। রোববার বিকালে ইউএনও'র কার্যালয়ে ৮৬ হাজার ৭শ' টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসানের হাতে তুলে দেওয়া হয়। এ সময় ৯০ দশকের ছাত্রদের পক্ষ থেকে ছিলেন কবি লোকান্ত শাওন, মঞ্জুরুল হক মঞ্জু, ফারুক মড়ল, ইয়াহিয়া উদ্দিন, আবু সাঈদ খলিলুর রহমান, শফিকুল ইসলাম শামীম আহমেদ, সুরঞ্জন পন্ডিত প্রমুখ।
দোয়া ও মিলাদ
ম টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা বিএনপি ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে টঙ্গী কলেজ গেইট এলাকায় মহানগর বিএনপির সাবেক সভাপতি আলহাজ মো. সালাহ উদ্দিন সরকারের নিজ বাসভবনে টঙ্গী থানা বিএনপি নেতা মো. ইসমাইল শিকদার বসুর সভাপতিত্বে এবং বিএনপি নেতা মো. লিয়াকত হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সভাপতি আলহাজ মো. সালাহ উদ্দিন সরকার, প্রধান বক্তা ছিলেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির নেতা মো. সরাফত হোসেন।
মতবিনিময় সভা
ম আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে ৮নং হাটকালুপাড়া ইউনিয়ন সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে হাটকালুপাড়া ইউনিয়নে হিন্দু সম্প্র্রদায়ের সঙ্গে আত্রাই থানা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে বান্দাইখাড়া সাহাপাড়া দুর্গা মন্দির প্রাঙ্গণ চত্বরে বান্দাইখাড়া হিন্দু সম্প্রদায়ের সভাপতি শ্রী অরুণ কুমার সাহার সভাপতিত্বে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আনোয়ার হোসেন তরফদার ও আত্রাই থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আশরাফুল ইসলাম লিটনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম রেজাউল ইসলাম রেজু। আরও বক্তব্য রাখেন আত্রাই থানা বিএনপির আহ্বায়ক মো. আব্দুল জলিল চকলেট, যুগ্ম আহ্বায়ক আ. মান্নান সরদার।
ত্রাণসামগ্রী বিতরণ
ম ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
কারিতাস বাংলাদেশের পক্ষে হতে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ফটিকছড়িতে ত্রাণ বিতরণ করা হয়েছে। রোববার বিকালে উপজেলার লেলাং-এর ৩০০ পরিবারের মধ্যে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ বিতরণে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী। কারিতাস বাংলাদেশের পক্ষে ছিলেন লেলাং প্যানেল চেয়ারম্যান মো. ছরোয়ার হোসেন, কারিতাস ফটিকছড়ি এরিয়ার এরিয়া ম্যানেজার মো. জসিম উদ্দিন, ব্রাঞ্চ ম্যানেজার রাজীব চৌধুরী, মোজাম্মেল হকসহ উপজেলায় কারিতাসে বাংলাদেশে কর্মরত কর্মকর্তারা।
দোয়া অনুষ্ঠিত
ম আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনি উপজেলার মাদ্রাসাসমূহের প্রধানদের সঙ্গে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় সভা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছিন আশাশুনি উপজেলা শাখার আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। জমিয়াতুল মোদার্রেছিন উপজেলা শাখার কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. হাসানুজ্জামান, জমিয়তে মোদার্রেছিন উপজেলা সম্পাদক ড. মো. আবুল হাসান, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মো. মাছুম বিলস্নাহ।
প্রতিষ্ঠাবার্ষিকী পালন
ম কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁঞার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজনু ভূঁইয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহীর কমিটির সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী। এ সময় ছিলেন পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হুসেন খান।
আলোচনা সভা
ম বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও এরশাদ সুপার মার্কেট উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে প্রয়াত সংসদ সদস্য আলহাজ মজিবুর রহমান মঞ্জুর ভাতিজা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিকের সহযোগিতায় বিশেষ কয়েকটি জেলার বন্যার্তদের জন্য দোয়া করেন। সার্বিক সহযোগিতা করেন দিঘীরপাড় ইউনিয়নের হাজারো জনতা।
দোয়া মাহফিল
ম ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি'র) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে সিংড়া ইউনিয়ন পরিষদে সভায় উপজেলা বিএনপির সভাপতি শাহ্ মো. শামীম হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজার রহমান লাবলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মাহবুবুর রহমান চৌধুরী, আব্দুল হাকিম দুলু, ওমর ফারুক, সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ মিয়া, জেলা বিএনপির সদস্য সোহেল চৌধুরী প্রমুখ।
নতুন কমিটি
ম সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুরে প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার বিকালে সখীপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে সবুজ বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদ জাহানকে সভাপতি ও মাদারীচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুর রাজ্জাক টিটুকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে ছিলেন সখীপুর প্রেস ক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী।
প্রস্তুতিমূলক সভা
ম দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে দুর্গাপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে পৌর শহরের দশভূজা বাড়ি মন্দির চত্বরে দুর্গাপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট মানেশ চন্দ্র সাহার সভাপতিত্বে ও পূজা উদযাপন পরিষদের নেতা ধনেশ পত্রনবীশের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক মেয়র শুভেন্দু সরকার পিন্টু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মলেন্দু সরকার বাবুল।
দোয়া অনুষ্ঠিত
ম কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
কচুয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রোববার কচুয়া বাজার জিরোপয়েন্টে কচুয়া উপজেলা (বিএনপি) ও তার সব সহযোগী সংগঠনের উদ্যোগে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও বন্যাদুর্গতদের কষ্ট লাঘবে এবং সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। কচুয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলামের সঞ্চালনায় কচুয়া উপজেলা বিএনপির আহ্বায়ক হাজরা আসাদুল ইসলাম পান্নার সভাপতিত্বে এসময় ছিলেন বাগেরহাট জেলা মহিলা দলের সভাপতি সাহিদা আক্তার, কচুয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান শহিদুজ্জামান মিল্টন, যুগ্ম আহ্বায়ক হাজরা জাহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শেখ হুমায়ুন কবির।
খেলোয়াড় নির্বাচিত
ম ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
থাইল্যান্ডের নাখোন রাতচাসিমায় অনুষ্ঠেয় '৩৭তম কিংস কাপ সেপাকটাকরো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ-২০২৪' খেলায় তৌহিদুল আনোয়ার হাই স্কুলের বিপিএড শিক্ষক রুবেল হাসান জাতীয় দলের সেপাক টাকরো (মহিলা টিম) প্রশিক্ষক হিসেবে মনোনীত হয়েছেন এবং এই স্কুলের ৮ম শ্রেণির শিক্ষার্থী পূর্ণা বড়ুয়াও জাতীয় দলের খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছে। তার বাড়ি ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি গ্রামে। তৌহিদুল আনোয়ার হাই স্কুলের সভাপতি সুজাউদ্দীন জাফরের সহযোগিতায় এবং নিবিড় তত্ত্বাবধানে সেপাকটাকরো মহিলা টিমের ৭ জন সদস্য গত ২ মাস ধরে স্কুল মাঠেই প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
মিলাদ ও দোয়া
ম মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও বন্যায় মৃতু্যবরণকারীদের স্মরণে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ আলতাফ হোসেন চৌধুরী। উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম খোকনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সমাজসেবক বেগম সুরাইয়া আক্তার চৌধুরী, পটুয়াখালী জেলা বিএনপির সদস্য মো. মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না।
কৃষক দলের শ্রদ্ধাঞ্জলি
ম আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনোয়ারা উপজেলা কৃষক দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে উপজেলা কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন সুমনের নেতৃত্বে রোববার শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে। এই সময় তার সঙ্গে ছিলেন উপজেলা কৃষক দলের সদস্য-সচিব নাজিম উদ্দিন খান, যুগ্ম-আহ্বায়ক আনোয়ার হোসেন, নুরুল ইসলাম সওদাগর, মো. ইউসুফ, আবুল হাশেম, সদস্য আবদুল মতিন, মোক্তার হোসেন, আবদুর রাজ্জাক, সাইফুর রহমান, মোহাম্মদ হেলাল, আরফাত হোসেন, বদরুল হক খান, লেয়াকত আলী, আবদুল হাশেম, মোহাম্মদ জালাল উদ্দীন।
পোনা মাছ অবমুক্ত
ম দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
দুপচাঁচিয়া উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় অভ্যন্তরীণ জলাভূমি, বর্ষা পস্নাবিত ধান ক্ষেত, পস্নাবন ভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। সোমবার দুপুরে দুপচাঁচিয়া উপজেলা পরিষদের পুকুরে এ পোনা মাছ অবমুক্ত করেন প্রধান অতিথি জেলা মৎস্য অফিসার কালীপদ রায়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার মকছেদ আলী প্রামাণিক (চ.দা.), উপজেলা পোনা অবমুক্ত কমিটির সদস্য উপজেলা কৃষি অফিসার সাজেদুল আলম, উপজেলা যুব উন্নয়ন অফিসার রুহুল কুদ্দুস তালুকদার।
দোয়া মাহফিল অনুষ্ঠিত
ম শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে মাদারীপুর জেলার শিবচর উপজেলার শিবচর ইউনিয়নে দোয়া ও মিলাদ মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় নিজ বাড়িতে শিবচর ইউনিয়ন (পৌরসভার ১১নং ওয়ার্ড) বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সাইদুজ্জামান নাছিমের সভাপতিত্বে এ সময় ছিলেন শিবচর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক মো. শাহদাত হোসেন খান, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি দাদন হোসেন মোলস্না, শিবচর পৌরসভার সাবেক সংরক্ষিত কাউন্সিলর সুহাদা আক্তার, যুবদল নেতা তানভীর আহমেদ উজ্জ্বলসহ অন্যরা। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মহিউদ্দিন আহম্মেদ।
আলোচনা সভা
ম চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় পৌরসভাস্থ নিজস্ব কার্যালয়ে চন্দনাইশ উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে এতে সভাপতিত্ব করেন চন্দনাইশ পৌরসভা বিএনপির আহ্বায়ক মাহামুদুর রহমান মাহাদু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য-সচিব আ ক ম মোজাম্মেল হক, মোহাম্মদ মহসিন, সিরাজুল মোস্তফা, নুরুল হুদা বাবর, মাসুদুর রহমান, আইনুল হুদা, আবদুর রহমান, নাছির মেম্বার, আবদু রহিম, জারুলস্নাহ, এস্কান্দর মিজা, শাকিল, জালাল।
মেলা উদ্বোধন
ম কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনা জেলার কলমাকান্দায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে ফ্লাট রিকনস্ট্রাকশন এসিস্টেন্স প্রজেক্টের আওতায় দু'দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়েছে। সোমবার মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান। অনুষ্ঠানে উপ-সহকারী কৃষি অফিসার মো. আনোয়ারুল হকের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. কনিকা সরকার, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. আব্দুলস্নাহ আল মামুন, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মেহেদী হাসান অনিক, খারনৈ ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক।
সভা অনুষ্ঠিত
ম চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর চারঘাট প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে জেলা বিএনপির আহ্বায়কের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে চারঘাট প্রেস ক্লাবের কার্যালয়ে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক যুগান্তরের চারঘাট প্রতিনিধি মিজানুর রহমানের সঞ্চালনায় চারঘাট প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, চারঘাট উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জালাল উদ্দিন, সাবেক উপজেলা যুবদলের সভাপতি আলমগীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক রাজন আলী, সাবেক ছাত্রদলের যুগ্ম-সম্পাদক শান্ত আলী, প্রেস ক্লাবের সহ-সভাপতি ময়েন উদ্দিন পিন্টু।
সার বিতরণ
ম নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে খরিফ-২ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ ও মাষকলাই প্রণোদণা কর্মসূচির আওতায় ২২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ। এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শাহরিয়ার হোসেন, নেওয়াশী ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান মুকুল প্রমুখ।
মেডিকেল ক্যাম্পেইন
ম দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে 'ভ্রমণকন্যা ট্রাভেলেটস অব বাংলাদেশ'। এই মেডিকেল ক্যাম্পেইনে ইয়ামাহা ও এসিআই লিমিটেডের সার্বিক সহযোগিতায় সোমবার সকাল থেকে মেরুং ইউপির ছোট মেরুং আশ্রাফিয়া দাখিল মাদ্রাসায় বন্যাকবলিত এলাকার এক হাজার মানুষকে এই চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়। ভ্রমণকন্যা ট্রাভেলেটসের প্রতিষ্ঠাতা ডা. সাকিয়া হক, সহ-প্রতিষ্ঠাতা ডা. মানসী সাহা, ডা. পাপড়ি, ডা. নোমান, ডা. সুমন ও ডা. নিশাত চিকিৎসা প্রদান করেন।
ব্যাংকের শাখা উদ্বোধন
ম কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলা সদরে মিচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি নামের একটি বেসরকারি ব্যাংকের উপ-শাখার উদ্বোধন ও আলোচনা করা হয়েছে। সোমবার উপজেলা সদর বাজারে আনুষ্ঠানিকভাবে উপ-শাখার উদ্বোধন করেন ব্যাংক কর্তৃপক্ষ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ব্যাংকের হেড অফিসের প্রতিনিধি ফরিদপুর শাখার ব্যবস্থাপক খন্দকার শফিক এনায়েত। কাশিয়ানী উপ-শাখার ব্যবস্থাপক আসলাম আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা মো. জাহিদ খান, বীর মুক্তিযোদ্ধা আবুল বাসার মোল্যা, বীর মুক্তিযোদ্ধা এমএ খায়ের মিয়া ও কাশিয়ানী প্রেস কস্নাবের সাধারণ সম্পাদক মো. নিজামুল আলম মেরাদ।
আলোচনা সভা
ম গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের গফরগাঁওয়ে বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থার সদস্যদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে পৌরশহরের বারী পস্নাজায় নিজস্ব কার্যালয়ে বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থার গফরগাঁও উপজেলা শাখার আহ্বায়ক আতিকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন- কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. সাদেকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ আবদুলস্নাহ আল মামুন, যুগ্ম আহ্বায়ক শহিদুর রহমান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, পৌর যুবদল আহ্বায়ক সাইফুল ইসলাম রিপন। সাবেক সভাপতি আব্দুর রশিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন- সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন।
আর্থিক সহায়তা
ম মান্দা (নওগাঁ) প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। রোববার বিকালে উপজেলার পরানপুর ইউপির সোনাপুর (গোয়ালপাড়া) মোড়ে অনুষ্ঠানে প্রধান অতিথি ওলামা জামায়াতে ইসলামীর জেলা সভাপতি মাওলানা মোস্তফা আল-আমিন নিহতের স্ত্রী সামছুন্নাহারের হাতে আর্থিক সহায়তা বাবদ এক লাখ টাকা তুলে দেন। এ সময় পরানপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জামায়াত নেতা ইলিয়াস খানের সঞ্চালনায় এবং পরানপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মাসির উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- শ্রমিক কল্যাণ ফেডারেশনের গাজীপুর জেলা শাখার সভাপতি ইমাজ উদ্দিন শেখ ও মান্দা উপজেলা জামায়াতের সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন।