ভেড়ামারার পদ্মায় কুমির আতঙ্ক
প্রকাশ | ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে কুমির আতঙ্ক দেখা দিয়েছে। কুমির রাতের আঁধারে নদী থেকে তীরবর্তী লোকালয়ে উঠে আসায় আতঙ্কে আছেন পদ্মাপাড়ের বাসিন্দা, কর্মজীবী জেলে ও কৃষকরা। উপজেলা বন কর্মকর্তা জাহিদুল ইসলাম ও এলাকাবাসী বিষয়টি নিশ্চিত করেছেন।
বনবিভাগের ভেড়ামারা রেঞ্জের কর্মকর্তা জাহিদুল ইসলাম জাহিদ বলেন, ভারত থেকে পানির সঙ্গে সঙ্গে কুমিরও এসে থাকতে পারে। শুধু ভেড়ামারা নয় দৌলতপুর, মিরপুরের পদ্মা নদীর তীরেও কুমিরের দেখা মিলেছে। নদী তীরবর্তী এলাকাবাসীকে আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরার পরামর্শ দেন তিনি। পানি কমার সঙ্গে সঙ্গে কুমিরও চলে যাবে। অতিরিক্ত স্রোত থেকে রেহাই পেতে বিশ্রাম নিতে তারা নদী তীরে উঠে আসছে বলে মনে করেন তিনি।
ভেড়ামারার হার্ডিঞ্জ ব্রিজের পাশে লালন শাহ সেতুর কাছে ও উপজেলার বাহিরচর ইউনিয়নের মুন্সীপাড়া গ্রামের টিক্কা মুন্সির বাড়ির সামনে পদ্মা নদীসংলগ্ন এলাকায় সপ্তাহ ধরে রাতে একাধিক কুমির দেখা গেছে বলে জানিয়েছেন তিনি। কুমিরগুলো প্রায় ৮-১০ ফুট মতো লম্বা। ভয়ে জেলেরা নদীতে মাছ ধরতে যেতে পারছে না। কৃষকরা নদীতে পাট জাগ দিতে পারছেন না। আর জাগ দিলেও তুলতে পারছেন না।