শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১
চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাৎ

দিনাজপুরের ইকবাল হাইস্কুলের সাবেক সভাপতির নামে মামলা

দিনাজপুর প্রতিনিধি
  ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
দিনাজপুরের ইকবাল হাইস্কুলের সাবেক সভাপতির নামে মামলা

দিনাজপুর ইকবাল হাই স্কুলের সাবেক সভাপতি ও দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল এবং প্রধান শিক্ষক সেলিমা সুলতানার বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পৃথক দুটি প্রতারণার মামলা হয়েছে। গত ১৯ আগস্ট দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে মাসুদ রানা (৪৮) ও গোলাম মোরশেদ (৪৭) নামে দুই ব্যক্তি মামলা দুটি করেন।

গোলাম নবী দুলাল গত ১৫ বছর থেকে ইকবাল হাইস্কুলে সভাপতির দায়িত্ব পালন করেছেন। আর বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিমা সুলতানা গত এক যুগ ধরে ওই বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছেন। গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর থেকে প্রধান শিক্ষক বিদ্যালয়ে অনুপস্থিত আছেন। এই অভিযোগে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী ও এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করে দিনাজপুর জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসারের বরাবর লিখিত অভিযোগও দাখিল করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত জুন মাসে মামলার বাদি মাসুদ রানা ও গোলাম মোরশেদ প্রধান শিক্ষক মারফত জানতে পারেন ইকবাল হাইস্কুলে অফিস সহায়ক ও নৈশ্যপ্রহরীর দুটি পদ খালি রয়েছে। পরে তারা বিদ্যালয় সভাপতি ও প্রধান শিক্ষকের সঙ্গে চাকরি প্রত্যাশী হয়ে যোগাযোগ করেন। বিদ্যালয় সংস্কারের নামে উভয়ের কাছে বিপুল পরিমাণ টাকা নেন প্রধান শিক্ষক ও বিদ্যালয় সভাপতি। পরে চাকরিতে যোগদান করতে না পারায় প্রদানকৃত অর্থ ফেরত চাইলে বিদ্যালয় সভাপতি গোলাম নবী দুলাল তাদের হুমকি ও আপস-মীমাংসার প্রস্তাব দেন। বর্তমানে মামলাটি সিআইডিতে তদন্তাধীন রয়েছে।

জানতে চাইলে গোলাম নবী দুলাল বলেন, 'আমি এ বিষয়ে কিছু জানি না। তবে মামলা হয়েছে এটুকু শুনেছি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে