প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যয় বন্যার্তদের উৎসর্গের নির্দেশ তারেক রহমানের

প্রকাশ | ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৯ সালে এ দেশের নিপীড়িত ও শোষিত-বঞ্চিত গণমানুষের মুক্তির সনদ ১৯ দফার আলোকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন। এই দলের সব কর্মকান্ড গরিব-দুঃখি মানুষের জন্য। তাই প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে বর্ণাঢ্য কর্মসূচি পালন না করে প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যয় বন্যার্তদের উৎসর্গের নির্দেশ দিয়েছেন দেশনায়ক তারেক রহমান। বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় রোববার হাটহাজারী উপজেলা, পৌরসভা ও সব ইউনিয়ন বিএনপির উদ্যোগে সদ্য বন্যাকবলিত এলাকায় দিনব্যাপী ত্রাণসামগ্রী বিতরণকালে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এসএম ফজলুল হক এ কথা বলেন। উপজেলার মেখল ইউনিয়নের ইছাপুর ফয়জিয়া বাজার চত্বরে হাটহাজারী উপজেলার সাবেক চেয়ারম্যান মাহাবুবুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও উত্তর জেলা ছাত্রদল নেতা কাজী রাশেদুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- বিএনপির কেন্দ্রীয় সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া, উত্তর জেলা বিএনপি নেতা হারুন অর রশীদ চেয়ারম্যান, জাকের হোসেন চেয়ারম্যান, এম খায়রুন্নবী, এম. ইলিয়াছ আলী প্রমুখ।