হামলা-জমি দখলের প্রতিবাদ ও পদত্যাগের দাবিতে ৮ জেলায় মানববন্ধন-বিক্ষোভ

প্রকাশ | ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
হামলা, জমি দখলের প্রতিবাদে এবং বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানের পদত্যাগ দাবিতে আট জেলায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। টাঙ্গাইল, পঞ্চগড়, চাঁদপুরের ফরিদগঞ্জ, নওগাঁর মান্দা, চট্টগ্রামের সাতকানিয়া, জামালপুরের সরিষাবাড়ী, ময়মনসিংহের তারাকান্দা ও কুড়িগ্রামের রাজারহাটে এসব কর্মসূচি পালিত হয়। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত- স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল জানান, টাঙ্গাইলে কলেজছাত্র তিজাউর রহমান, সিয়াম খান ও আরমান হোসেনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন টাঙ্গাইল জেলা শাখা। সোমবার টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন কলেজ ছাত্র রিফাতুল ইসলাম রিফাত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টাঙ্গাইলের সমন্বয়ক ইমরান কবির, নবাব ও লিমন প্রমুখ। বক্তারা ছাত্রদের ওপর হামলার ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। পঞ্চগড় প্রতিনিধি জানান, পঞ্চগড়ে নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর রানা এবং জেমকন গ্রম্নপের মালিক ও যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের অবৈধ দখল হতে ভূমি উদ্ধারের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার পঞ্চগড় জেলার ভূক্তভোগী সাধারণ বাসিন্দাদের ব্যানারে জেলা জজ কোর্ট এলাকা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে একটি বিক্ষোভ মিছিল নিয়ে আসেন ভূক্তভোগীরা। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে ভুক্তভোগী আলী আমজাদ, মাহজেবিন মনসুর, মুসলেহার রহমান প্রধান ফুলু, মোফাজ্জল হক, বিরেন্দ্রনাথ সিংহ, মখলেসুর রহমান প্রধান প্রমুখ বক্তব্য রাখেন। মানববন্ধনে জেলার তেতুঁলিয়া, সদর ও আটোয়ারী উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক ভুক্তভোগী অংশগ্রহণ করেন। ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি জানান, চাঁদপুরের ফরিদগঞ্জের গলস্নাক আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ হরিপদ দাসের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও উপজেলা প্রশাসনের কাছে গণস্বাক্ষর যুক্ত স্মারকরিপি প্রদান করা হয়েছে। গত রোববার কলেজ ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র সমাজের আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। সোমবার ওই কলেজের শিক্ষক ও স্থানীয় জনপ্রতিনিধিরা ইউএনও মৌলি মন্ডলের কাছে অধ্যক্ষ হরিপদ দাসের অপসারণ চেয়ে স্মারকলিপি দেন। মানববন্ধনে বক্তব্য রাখেন কলেজের শিক্ষক হারুনুর রশিদ, ড. আসাদুজ্জামান, মাওলানা হেলাল আহমেদ, খোরশেদ আলম চৌধুরী, অভিভাবক মোবারক হোসেন কালু, শিক্ষার্থী রাসেল হোসেন, ইসরাত জাহান, মো. নাহিদ প্রমুখ। মান্দা (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর মান্দায় 'চকউলী বহুমুখী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ নজরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও নিয়োগ বাণিজ্য, অসদাচরণের প্রতিবাদে এবং তার পদত্যাগ দাবিতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার চকউলী এলাকাবাসী, ছাত্রছাত্রী ও অভিভাবকদের আয়োজনে এ মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, সহকারী শিক্ষক আব্দুল লতিফ, খায়রুল আলম, আব্দুস সাত্তার, জাহাঙ্গীর আলম, রইচ উদ্দিন, তানজিমা রত্না, ল্যাব সহকারী মাসুদ জামান, আতাউল হক, কম্পিউটার ডেমোনেস্ট্রেটর সেলিম রেজা, লাইব্রেরিয়ান মামুনুর রশিদ মিলন, অফিস সহকারী বাদেশ আলী, অফিস সহায়ক শাহ আলম সরদার ও আফজাল হোসেন, শিক্ষার্থী রিপন হোসেন, জিসান, রাজু, ফারজানা তাসফিয়া, ইশরাত হিমেল রিমা এবং আয়েশা সিদ্দিকা প্রমুখ। সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের সাতকানিয়া আদর্শ মহিলা কলেজের পদার্থ বিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক আবদুচ ছবুরের ওপর হামলার প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার সাতকানিয়া আদর্শ মহিলা কলেজ কর্তৃপক্ষের ব্যানারে কলেজ মাঠ প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় কলেজের অধ্যাপক ফরিদ আহমদ বলেন, 'সমাজের কিছু চিহ্নিত সন্ত্রাসী আমাদের সহকর্মীর ওপর হামলা চালিয়েছে। একজন শিক্ষকের ওপর এমন ন্যক্করজনক হামলা মেনে নেওয়া যায় না। আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।' মানববন্ধনে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি জানান, জামালপুর জেনারেল হাসপাতালের প্রধান সহকারী আবু হান্নানকে সরিষাবাড়ীতে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে যোগদানের আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের কর্মকর্তা ও কর্মচারীরা। মানববন্ধনে বক্তারা বলেন, জামালপুর জেনারেল হাসপাতালের প্রধান সহকারী-কাম হিসাব রক্ষক আবু হান্নান বিগত সরকারের সময় ক্ষমতার অপব্যবহার করে অনেক দুর্নীতি করেছেন। বিভিন্ন সময় ক্ষমতার দাপটে কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে খারাপ আচরণ করেন। সম্প্রতি আবু হান্নানকে জামালপুর জেনারেল হাসপাতাল থেকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে যোগদানের আদেশ দেয় কর্তৃপক্ষ। দুর্নীতিবাজ ওই কর্মচারীর যোগদান বাতিলের দাবি জানান বক্তারা। এ সময় সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের সিনিয়র নার্স নুরুন্নাহার আক্তার, ফার্মাসিস্ট মারফত আলী, হিসাব রক্ষক খলিলুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের তারাকান্দায় ভাষা সৈনিক শামছুল হক কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামানের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। গত রোববার ছাত্র-জনতার ব্যানারে এলাকাবাসীর ও ছাত্র সমাজের উদ্যোগে মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্রনেতা আনার মন্ডল, কাঞ্চন শরমা, ছাত্র মোস্তফা কামাল, ওমর, শামিমা, তাসলিমা ও এলাকাবাসির পক্ষে শামিম, রইছ উদ্দিন প্রমুখ। রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, কুড়িগ্রামের রাজারহাটে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার রেলস্টেশন রোড থেকে রাজারহাট উপজেলার সর্বস্তরের ছাত্র-জনতা ও ইউপি সদস্যগণের ব্যানারে রাজারহাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হকের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, প্রেস ক্লাব রাজারহাটের নবনির্বাচিত সভাপতি আব্দুল কুদ্দুস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনিছুর রহমান লিটন, উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আল মিজানুর মাহিন, মশিউর রহমান, শাহ-রিয়ার আহমেদ, মোজাম্মেল হক, সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম বাবু প্রমুখ।