আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তির বিরুদ্ধেই ছাত্র হত্যা মামলা! প্রতিবাদে বিক্ষোভ
প্রকাশ | ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া রাসেল শেখকে ছাত্র হত্যা মামলার আসামি করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সর্বস্তরের ছাত্র-জনতা। একইসঙ্গে ওই ঘটনায় মিথ্যা সংবাদ পরিবেশের কারণে ২ গণমাধ্যম কর্মীর বিরুদ্ধেও প্রতিবাদ মিছিল করে তারা। সোমবার সকালে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ছাত্ররা বলেন, 'প্রকৃত অপরাধীদের বিচার হোক এটা আমরাও চাই। কিন্তু ছাত্র আন্দোলনে অংশ নেওয়া ছাত্রের নামে ছাত্র হত্যা মামলা দুঃখজনক।' এ সময় দুজন সংবাদকর্মীর বিরুদ্ধেও কথা বলেন তারা। তারা বলেন, দুই সাংবাদিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করেছেন। তাদের ওই দুটি মিডিয়া হাউজ থেকে প্রত্যাহারের দাবিও জানান ছাত্র-জনতা।