রাজশাহীতে ১৫ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন করা হয়েছে। এদিকে, জামালপুরের বকশীগঞ্জে তিন দিনব্যাপী ও নেত্রকোনার কলমাকান্দায় দুই দিনব্যাপী কৃষিমেলা উদ্বোধন হয়। আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-
রাজশাহী অফিস জানিয়েছে, 'বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ' এ সেস্নাগানে ১৫ দিনব্যাপী রাজশাহী বিভাগীয় বৃক্ষমেলা-২০২৪ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গত রোববার নগর ভবনের গ্রিন পস্নাজায় সামাজিক বন বিভাগ, রাজশাহী আয়োজিত এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। পরে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন তিনি।
রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সামাজিক বন অঞ্চল বগুড়ার বন সংরক্ষক মোহাম্মদ আমিনুল ইসলাম, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ডিসি মীর শাফিন মাহমুদ,র্ যাব-৫ সহকারী পরিচালক ফাহাদুজ্জামান আকন্দ, সিটি করপোরেশনের সচিব মোবারক হোসেন। স্বাগত বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ, রাজশাহী নার্সারি মালিক সমিতির সভাপতি সাহেদুজ্জামান সরকার সঞ্জু।
প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী বিভাগীয় কমিশনার বলেন, পরিবেশ রক্ষা, জীবন রক্ষায় বৃক্ষ অপরিসীম। প্রতিটি ধর্মে এর উপকারিতার বিষয়ে উলেস্নখ রয়েছে। অকারণে বৃক্ষ নিধন না করে বেশি বেশি গাছ লাগাতে সবাইকে অনুরোধ জানান তিনি।
এর আগে সকালে এ উপলক্ষে একটি বর্ণাঢ্যর্ যালি নগরীর বিন্দুর মোড় হতে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নগরভবনে এসে শেষ হয়। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের ৬৬টি স্টল রয়েছে। অনুষ্ঠানে বৃক্ষরোপণ কার্যক্রমে উপকারভোগীদের চেক প্রদান করা হয়। প্রধান অতিথি শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন।
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জানান, জামালপুরের বকশীগঞ্জে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের সহযোগিতায় তিন দিন (২,৩ ও ৪ সেপ্টেম্বর)ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সোমবার উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অহনা জিন্নাত।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদের সঞ্চালনায় এবং কৃষি কর্মকর্তা আমিনুল ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক, বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবদুল মান্নান, মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম রিয়েল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা যোবায়ের হোসেন প্রমুখ। উদ্বোধনের পর মেলার ২৪টি স্টল পরিদর্শন করেন অতিথিরা।
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার কলমাকান্দায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে ফ্লাট রিকনস্ট্রাকশন এসিস্টেন্স প্রজেক্টের আওতায় দুই দিনব্যাপী কৃষিপ্রযুক্তি মেলা উদ্বোধন হয়েছে। সোমবার মেলার উদ্বোধন করেন ইউএনও আসাদুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে উপ-সহকারী কৃষি অফিসার আনোয়ারুল হকের সঞ্চালনায় সভাপতিত্ব করেন কৃষি অফিসার কৃষিবিদ সাইফুল ইসলাম। প্রধান ও বিশেষ অতিথি ছিলেন ইউএনও আসাদুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. কনিকা সরকার, স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুলস্নাহ আল মামুন, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মেহেদী হাসান অনিক, খারনৈ ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক ও লেঙ্গুরা ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়া।