বারহাট্টা (নত্রেকোনা) প্রতনিধিি

বারহাট্টায় বশ্বিবদ্যিালয় শর্ক্ষিাথীর ওপর মাদক ব্যবসায়ীদরে হামলা

প্রকাশ | ০২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
নত্রেকোনার বারহাট্টায় মাদকরে বরিুদ্ধে ফসেবুকে পোস্ট দওেয়ায় মাদক ব্যবসায়ীদরে হামলার শকিার হয়ছেনে এক বশ্বিবদ্যিালয়রে শর্ক্ষিাথী। মারধর করে হামলাকারীরা তার সঙ্গে থাকা দুটি র্স্মাটফোন ভঙেে ফলেে এবং পকটেে থাকা টাকা ছনিয়িে নয়িে যায়। এ ঘটনায় ভুক্তভোগী শর্ক্ষিাথী বারহাট্টা থানায় লখিতি অভযিোগ দয়িছেনে। পাশাপাশি স্থানীয় সনো ক্যাম্পওে লখিতি অভযিোগ করছেনে। ভুক্তভোগী শর্ক্ষিাথী মনরিুজ্জামান খান পয়িাস বসেরকারি 'ইন্টারন্যাশনাল ইউনর্ভিাসটিি অব বজিনসে এগ্রকিালচার অ্যান্ড টকেনোলজ'ির (আইইউবএিট)ি সভিলি ইঞ্জনিয়িারংি ডর্পিাটমন্টেরে তৃতীয় র্বষরে শর্ক্ষিাথী। ভুক্তভোগী জানান, ঢাকায় আমরা ইউনর্ভিাসটিরি শর্ক্ষিাথীরা মলিে স্বরৈাচারবরিোধী আন্দোলন করছে।ি স্বরৈাচার পতনরে পর সম্প্রতি এলাকায় এসছে।ি নজিরে এলাকায় মাদকরে ব্যাপক বস্তিার দখেে গত ২৮ আগস্ট আমি ফসেবুকে পোস্ট লখি।ি এর দুই দনি পর গত ৩১ আগস্ট সন্ধ্যায় আমার ওপর হামলা চালায় স্থানীয় মাদক ব্যবসায়ী মো. আইনাল হকসহ তার সঙ্গীরা। এ বষিয়ে বারহাট্টা থানার ওসি রফকিুল ইসলাম জানান, 'শর্ক্ষিাথী মনরিুজ্জামানরে অভযিোগটি পয়েছে।ি এ ঘটনায় মামলা রর্কেডভুক্ত করা হচ্ছ।ে ইতোমধ্যে অভযিুক্তকে ধরতে দুই দফা অভযিান চলানো হয়ছেে কন্তিু তাকে পাওয়া যায়ন।ি'