শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

কালিয়াকৈরে আধিপত্য নিয়ে দুই গ্রম্নপের সংঘর্ষে ছয়জন আহত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  ০২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
কালিয়াকৈরে আধিপত্য নিয়ে দুই গ্রম্নপের সংঘর্ষে ছয়জন আহত

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় গত শুক্রবার রাতে বাজারের ফুটপাতের দোকান থেকে চাঁদা দাবি ও বাসাবাড়ির ময়লার ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়গ্রম্নপের কমপক্ষে ৬জন আহত হয়। তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজসহ উপজেলার বিভিন্ন হাসপাতালসহ ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় বাজার কমিটির সভাপতি মাসুদ পারভেজ বাদী হয়ে ১১ জনের নাম উলেস্নখসহ একাধিক অজ্ঞাত আসামি করে শনিবার কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করেছেন।

এলাকাবাসী ও ব্যবসায়ীরা জানান, মৌচাক বাজার ব্যবসায়ী সমিতি সভাপতি মাসুদ পারভেজ সরকারি নিয়ম মেনে বাজার পরিচালনা করে আসছিলেন। সরকার পতনের পরই ওমর আলী ওই বাজারের দোকানদারদের কাছে চাঁদা দাবি করেন। বিষয়টি বাজারের সভাপতিকে জানালে তিনি চাঁদা দিতে নিষেধ করেন। এছাড়া শিল্পাঞ্চলের প্রত্যেক বাসা-বাড়ি থেকে ময়লা গত কয়েক বছর ধরে খাইরুল ইসলাম নামের এক লোক নিজেদের কর্মচারী দিয়ে সংগ্রহ করতেন। পরে প্রতি বাড়ি থেকে একশ' থেকে একশ' পঞ্চাশ টাকা করে আদায় করেন। শেখ হাসিনা সরকার পতনের পরই ওই ময়লার ব্যবসা ওমর ফারুক গ্রম্নপের লোকজন বাধা দিয়ে দখলে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু খাইরুলের পক্ষে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহসিন সরকার ও মৌচাক বাজার কমিটির সভাপতি মাসুদ পারভেজ বাধা দেন। এ ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যায় মৌচাক বাজার এলাকায় মোহসিন সরকারের গ্রম্নপের লোকজন ও ওমর ফারুকের লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় গ্রম্নপের কমপক্ষে ৬জন আহত হয়। আহতরা হলেন- মৌচাক এলাকার সাইফুল ইসলাম (৩৮), হুমায়ুন আহমেদ (৪০), মৌচাক বাজার সমিতির সভাপতি মাসুদ পারভেজ (৪০), তার ছেলে নুর আলম সিদ্দিকী কাব্য (১৮)সহ আরও দুইজন।

এ ঘটনায় ওমর আলী, দীপু, রেজাউল করিম, মো. রায়হান, মো. শহীদ, মো. রাফিয়ান, মো. রিফাত, মো. মহিউদ্দিন, মো. বাবুল ও মো. কাশেমসহ অজ্ঞাত আসামি করে কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

কালিয়াকৈর থানার ওসি এএফএম নাসিম বলেন, মৌচাক বাজারের সংঘর্ষের ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয় হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে