শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে শিবচরের মুক্তিযোদ্ধাদের অর্থ সহায়তা

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
  ০২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে শিবচরের মুক্তিযোদ্ধাদের অর্থ সহায়তা

আকস্মিক বন্যায় বিপর্যস্ত নোয়াখালী, কুমিলস্না ও ফেনীর বিস্তীর্ণ অঞ্চল। বন্যাদুর্গত অসহায় মানুষদের সাহায্যার্থে মাদারীপুর জেলার শিবচর থানার সব মুক্তিযোদ্ধার পক্ষ থেকে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে সাড়ে চার লাখ টাকার অনুদান প্রদান করা হয়।

রোববার দুপুরে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুলস্নাহ আল মামুনের মাধ্যমে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এই অনুদান হস্তান্তর করা হয়।

মুক্তিযোদ্ধারা জানান, 'বন্যার্ত মানুষদের সহযোগিতা করা মানবিক দায়িত্ব। সেই দায়িত্বের জায়গা থেকে আমরা অনেকেই ব্যক্তিগতভাবে বিভিন্ন উদ্যোগের সঙ্গে যুক্ত হয়ে সহায়তা কার্যক্রমে যুক্ত থাকার চেষ্টা করছি। বন্যাকবলিত এলাকায় পানিবন্দি মানুষ কষ্টে আছেন। তাদের সাহায্য প্রয়োজন। তাই শিবচর থানার সব মুক্তিযোদ্ধার পক্ষ থেকে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে সাড়ে চার লাখ টাকা প্রদান করেছি।'

ইউএনও আব্দুলস্নাহ আল মামুন বলেন, 'বন্যাদুর্গত মানুষের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে দেশের মানুষ। সারাদেশে মানুষের মতো আমরাও তাদের পাশে দাঁড়িয়েছি। শিবচর উপজেলা থেকে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে বন্যার্তদের সহযোগিতার জন্য সাড়ে চার লাখ টাকা দান করেছেন।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে