কিশোরগঞ্জে চলছে অবৈধ বালুর রমরমা ব্যবসা

প্রকাশ | ০২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুর, কুলিয়ারচর, নিকলীসহ আশপাশের উপজেলাগুলোতে স্টিলবডি নৌকা দিয়ে বালির রমরমা ব্যবসা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। যদিও সরকার কর্তৃক বালির ব্যবসা একেবারে নিষেধ রয়েছে। তারপরেও বাজিতপুর, নিকলী ও কুলিয়ারচর উপজেলার পার্শ্ববর্তী উপজেলা থেকে স্টিলবডি নৌকা দিয়ে বালি এনে ড্রেজার মেশিন দিয়ে অসাধু ব্যবসায়ীরা এ ব্যবসাটি দীর্ঘদিন ধরে করছে বলে এলাকায় অভিযোগ রয়েছে। নিজ নিজ উপজেলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা এ বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এ দিকে, কুলিয়ারচর পৌর শহরে একটি ব্রিজের নিচ দিয়ে স্টিলবডি নৌকাগুলো বালি ফেলার ফলে এ ব্রিজের দুদিক হুমকির সম্মুখীন রয়েছে।