পাটকেলঘাটায় মিনিস্টার হাসান বাহিনীর তান্ডবে বিএনপির তিন নেতাকর্মী আহত
প্রকাশ | ০২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার পাটকেলঘাটায় মিনিস্টার হাসান বাহিনীর তান্ডবে তিন বিএনপি নেতাকর্মী জখম। পাটকেলঘাটা বাঁধন কমপেস্নক্সের সামনে শনিবার সন্ধ্যায় হাসানসহ তার ৩০-৩৫ জন ক্যাডার বাহিনী মিলে রাম দা, চাইনিজ কুড়াল, হকিস্টিক দিয়ে যুবদলের সরুলিয়া ইউনিয়নের সভাপতি হায়দার আলী, তালা উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক বিলস্নাল হোসেন ও বিএনপি কর্মী আব্দুল মজিদের ওপর আতর্কিত হামলা চালায়।
এতে হায়দার আলী ও বিলস্নাল হোসেনের মাথা ফেটে যায় এবং আব্দুল মজিদ জ্ঞান হারিয়ে ফেলে। পরে বিএনপি নেতা মন্টু রাজুসহ দলের নেতাকর্মীরা জানতে পেরে সবাই ছুটে এসে তাদের হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি আছেন।
বিএনপির নেতাকর্মীরা সবাই একত্রিত হতে থাকলে পরিস্থিতি অনুকূলে না থাকায় সুচতুর হাসান তার দলবল নিয়ে এলাকা থেকে পালিয়ে যায়, পরে বিক্ষিপ্ত বিএনপি নেতাকর্মীরা সন্ত্রাসী হাসানের গ্রেপ্তার এবং বিচারের দাবি করে।
এ ঘটনায় ওই রাতেই পুলিশ এবং সেনাবাহিনীর একটু টহল দল এসে পরিস্থিতি শান্ত করে।