শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

'মানিকগঞ্জে পুলিশের সেবার ক্ষেত্রে কোনো বৈষম্য থাকবে না'

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ
  ০২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
'মানিকগঞ্জে পুলিশের সেবার ক্ষেত্রে কোনো বৈষম্য থাকবে না'

'এখন থেকে আমাদের রাষ্ট্রব্যবস্থায়, সমাজব্যবস্থার কোথাও কোনো ধরনের বৈষম্য থাকবে না। একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা হবে। পুলিশের সেবার ব্যাপারে কোনো ধরনের বৈষম্য তৈরি হবে না।'

রোববার মানিকগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার মো. বশির আহমেদ এসব কথা বলেন।

পুলিশ সুপার এ সময় বলেন, 'এতদিন বা বিভিন্ন সময় অতি উৎসাহী কিছু পুলিশ মানুষের প্রতি যে অন্যায় আচরণ করেছে, এর জন্য আমি দুঃখ প্রকাশ করছি। সামনের দিনগুলোতে পুলিশ প্রশাসন পুনর্গঠন করে জনবান্ধব কাজ করতে পারে, সেই ব্যাপারে আমরা স্বচেষ্ট থাকব। আমরা আমাদের শতভাগ সাধ্যানুযায়ী সেবা দেওয়ার চেষ্টা করব।'

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্‌) ইমতিয়াজ মাহবুব, মানিকগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি কাবুল উদ্দিন খান, সাধারণ সম্পাদক বিপস্নব চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর রহমান, সাংবাদিক সমিতির সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, সাবেক সভাপতি মতিউর রহমান, প্রেস ক্লাবের সহ-সম্পাদক রিপন আনসারী প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে