শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

ধামরাইয়ে চাকরি প্রার্থীদের ওপর কর্তৃপক্ষের হামলা

হবিগঞ্জ ও ফরিদপুরে গ্রামবাসীর সংঘর্ষে আহত দেড় শতাধিক
স্বদেশ ডেস্ক
  ০২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
ধামরাইয়ে চাকরি প্রার্থীদের ওপর কর্তৃপক্ষের হামলা

ঢাকার ধামরাইয়ে একটি কারখানায় কয়েকশ' চাকরি প্রার্থীর ওপর কারখানা কর্তৃপক্ষের হামলায় ৫০ জন আহত হয়েছে। এদিকে হবিগঞ্জের আজমিরীগঞ্জে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে শতাধিক লোক আহত হয়েছে। এছাড়া ফরিদপুরের ভাঙ্গায় গাছ কাটা নিয়ে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর :

ধামরাই (ঢাকা) প্রতিনিধি জানান, ঢাকার ধামরাইয়ে ঢুলিভিটা বাসস্ট্যান্ডে অবস্থিত স্নোটেকস আওটার ওয়ার লিমিটেড কারখানায় কয়েকশ' চাকরি প্রার্থীর ওপর হামলা চালায় কারখানা কর্তৃপক্ষের লোকজন। এতে নারীসহ প্রায় ৫০ জন চাকরি প্রার্থী আহত হয়েছে বলে জানা যায়। আহতদের ধামরাই সরকারি স্বাস্থ্য কমপেস্নক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত এক নারী শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক দেখে তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়। এ ঘটনায় চাকরি প্রার্থীরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ এসে বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করেন। তবে কারখানার ১১ জন সিকিউরিটি গার্ডকে আটক করে সেনাবাহিনী ধামরাই থানা পুলিশে দেয়। পরে মুচলেকা দিয়ে কারখানা কর্তৃপক্ষ তাদের থানা থেকে ছাড়িয়ে নেন। রোববার ঢুলিভিটা বাসস্ট্যান্ডে কারখানার গেটে এ ঘটনা ঘটে।

জানা যায়, ওই প্রতিষ্ঠানটির পূর্ব ঘোষণা অনুযায়ী রোববার সকাল থেকে কয়েকশ' নারী ও পুরুষ চাকরির জন্য কারখানার গেটে এসে জড়ো হতে থাকে। এক পর্যায়ে জানা যায় শুধু নারীদের নিয়োগ দেওয়া হবে। তখনই পুরুষ চাকরি প্রার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন। এক পর্যায়ে প্রায় ৫০ জন লোক কারখানার ভেতর থেকে এসে চাকরি প্রার্থীদের ওপর হামলা করে।

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, হবিগঞ্জের আজমিরীগঞ্জে ফেসবুকে অশালীন মন্তব্যকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে তিন ঘণ্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের প্রায় শতাধিক লোক আহত হয়েছে।

অভিযোগ করা হয়েছে, এ সময় সাবেক যুবলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ফয়েজ আহমেদ খেলুর নেতৃত্বে একদল লোক জামায়াতে ইসলামীর নেতা ডা. রেজাউল করিম ও জাকির হোসাইন অনিকের বাড়িতে হামলা চালিয়ে লুটপাট ও ভাঙচুর করে।

\হরোববার সকালে উপজেলার জলসুখা ইউনিয়নের দক্ষিণপাড়া মহলস্নার দুই দল গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতরা আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ও হবিগঞ্জ জেলা ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে রাহিস মিয়া (১৮) নামক একজনকে মুমূর্ষু অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আজমিরীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ জানান, ফেসবুকে স্ট্যাটাস নিয়ে দুইজনের মধ্যে তর্কবিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে। এছাড়া তাদের মধ্যে পূর্ববিরোধ ছিল এর জের ধরেই সংঘর্ষের ঘটনা ঘটে।

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের ভাঙ্গায় গাছ কাটা নিয়ে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছে। শনিবার উপজেলার আলগী ইউনিয়নের পীরেরচর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত ২ জনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে দুই পক্ষের ১৫ জনকে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এ ব্যাপারে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক রাকিব হোসেন জানান, 'পীরেরচর গ্রামের সোবাহান মাতুব্বর ও চুন্নু শেখের পক্ষের লোকজন গাছ কাটা নিয়ে মারামারি করেছে। সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর লোকজন ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শান্ত করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে