শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

সাতকানিয়ায় মিথ্যা সাক্ষী দিতে বাধ্য করার অভিযোগে সংবাদ সম্মেলন

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  ০২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
সাতকানিয়ায় মিথ্যা সাক্ষী দিতে বাধ্য করার অভিযোগে সংবাদ সম্মেলন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আমিলাইষ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য লোকমান হাকিমের বিরুদ্ধে মারধর, নির্যাতন ও মিথ্যা মামলায় সাক্ষী দিতে বাধ্য করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন এলাকাবাসী। রোববার উপজেলার আমিলাইষ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শাহ পারওয়ালবাড়ি এলাকায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগীরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী আবুল ভুক্তভোগী আবুল হাশেম অভিযোগ করে বলেন, 'বিগত তিন মাস আগে আমাদের এলাকায় ধান চুরিকে কেন্দ্র করে এক পিকআপ চালককে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়। মনু মেম্বার তার উদ্দেশ্য হাসিল করার জন্য আমার ছেলে মহিউদ্দিনকে তুলে নিয়ে মিথ্যা সাক্ষী দিতে বাধ্য করেন। আমার ছেলে ভালোভাবে কথা বলতে পারে না। কথা বলতে গেলেই আটকে যায়। তার এই দুর্বলতার সুযোগ নিয়ে মনু মেম্বার তাকে মিথ্যা সাক্ষী দিতে বাধ্য করেন। আমার ছেলে সাক্ষী দিতে রাজি না হওয়ায় তাকে বেধড়ক মারধর ও নির্যাতন করে এক রাত আটকে রাখা হয়। আমার ছেলেকে মারধর করে মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য করায় তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে