শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

আত্রাইয়ে বিএনপি নেতাকে কুপিয়ে জখমের ২ বছর পর থানায় মামলা

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
  ০২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
আত্রাইয়ে বিএনপি নেতাকে কুপিয়ে জখমের ২ বছর পর থানায় মামলা

নওগাঁর আত্রাইয়ে বিএনপি নেতা আইনুল হককে হাসুয়া দিয়ে কুপিয়ে জখমের ঘটনায় দুই বছর পর থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে ৩৩ জনকে এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা আরও ২০-২৫ জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে এই মামলা দায়ের করেছেন।

বিএনপি নেতা আইনুল হক উপজেলার পাঁচুপুর এলাকার বাসিন্দা। তিনি পাঁচুপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বর্তমানে আত্রাই থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক।

মামলার বাদী আইনুল হক জানান, গত ২০২২ সালের ২৫ নভেম্বর রাতে পাঁচুপুর বাজারে একটি স্টলে বসে চা-পান করছিলেন। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসে তাকে হাসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে মৃত ভেবে ফেলে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আত্রাই হাসপাতালে নিয়ে গেলে সেখানেও তার সঙ্গে থাকা লোকজনের ওপর হামলা চালিয়ে চিকিৎসা নিতে না দিয়ে হাসপাতাল থেকে বিতারিত করে।

আত্রাই থানার ওসি জহুরুল ইসলাম বলেন, গত ২০২২ সালে হামলা চালিয়ে মারপিট ও জখমের অভিযোগে আইনুল হক বাদী হয়ে শুক্রবার রাতে মামলা দায়ের করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে