পদত্যাগের দাবি, হামলা ও টাকা আত্মসাতের প্রতিবাদে ছয় জেলায় মানববন্ধন
প্রকাশ | ০২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
স্বদেশ ডেস্ক
বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানদের পদত্যাগের দাবি এবং হামলা ও টাকা আত্মসাতের প্রতিবাদে পাঁচ জেলায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। টাঙ্গাইল, দিনাজপুর, নাটোর, পাবনা, গাজীপুরের কালিয়াকৈর ও চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত ও নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগে টাঙ্গাইল প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ শাহানা বেগমের পদত্যাগ এবং বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থী-অভিভাবকরা। রোববার শহরের জেলা সদর রোডস্থ প্রি-ক্যাডেট স্কুলের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করতে গেলে অধ্যক্ষের স্বামী হারুন অর রশিদ তার লোকজন নিয়ে বাধা দেওয়ার চেষ্টা করেন। পরে বাধা উপেক্ষা করে স্কুলের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
আন্দোলনরত শিক্ষার্থী ও অভিভাবকরা অভিযোগ করেন, এই শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে নানা অনিয়ম-দুর্নীতি চলছে। ছোটখাটো বিষয় নিয়ে অভিযোগ জানাতে গিয়ে অভিভাবকরা প্রায়ই অধ্যক্ষের কাছে লাঞ্ছিত হন। শিক্ষার্থীদের হিজাব পরা নিষিদ্ধ। এছাড়া কোচিং বাণিজ্য, বই-খাতা-কলমসহ সব শিক্ষা সরঞ্জাম স্কুল থেকে অনেক বেশি দামে কিনতে বাধ্য করা হয়।
টাঙ্গাইল প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ শাহানা বেগম জানান, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই। স্কুলে শিক্ষার্থীদের হিজাব পরা নিষিদ্ধ করা হয়নি।
দিনাজপুর প্রতিনিধি জানান, রোববার দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার আউলিয়া পুকুর ইউনিয়নের আউলিয়া পুকুর হাই উল উলুম ফাজিল মাদরাসার দুর্নীতিবাজ, অবৈধ নিয়োগ বাণিজ্যকারী অধ্যক্ষ আব্দুল রাজ্জাকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন-বিক্ষোভ সমাবেশ করেছে। মানববন্ধনে শিক্ষার্থীরা জানায়, অধ্যক্ষ আব্দুল রাজ্জাক দীর্ঘদিন ধরে এই মাদ্রাসাকে ব্যবহার করে কোটি কোটি টাকা অবৈধভাবে আত্মসাৎ করেছেন। তার আত্মসাতের টাকায় তিনি তার ব্যক্তিগত সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। দীর্ঘদিন দাবি করে এলেও মহিলা শিক্ষার্থীদের জন্য একটি পৃথক টয়লেট তৈরি করেননি। নিয়োগ বাণিজ্য বাবদ প্রায় ৪ কোটি টাকা অবৈধভাবে গ্রহণ করেন। তার হিসাব নেয়নি। বর্তমানে অধ্যক্ষর এসব অনৈতিকর কার্যক্রমের কারণে খাতা-কলমে প্রায় ১৫০ জন ছাত্রছাত্রী থাকলেও প্রতিদিন উপস্থিত হয় মাত্র ৩০-৩৫ জন।
মাদরাসার সাবেক শিক্ষার্থী নূর ইসলাম, মাসুদ রানা, এলাকার গণ্যমান্য ব্যক্তি মো. কাইজার ও মাদ্রাসার ভাইস প্রিন্সিপ্যাল হাফিজুর রহমান, ছাত্রী সানজিদা আক্তার স্বর্ণাসহ শত শত এলাকাবাসী বলেন, যতদিন অধ্যক্ষ আব্দুল রাজ্জাক পদত্যাগ না করেন ততদিন মাদ্রাসার কার্যক্রম বন্ধ থাকবে।
নাটোর প্রতিনিধি জানান, নাটোর সদর উপজেলার হয়বতপুরে গোলাম ইয়াছিনিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষের কাছে ১০ লাখ টাকার চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থী-এলাকাবাসী। রোববার মাদ্রাসা চত্বরে ওই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অধ্যক্ষ মাহাবুব হাসান শরীফ বলেন, গত ২৭ আগস্ট কতিপয় সন্ত্রাসী মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে এসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। প্রয়োজনে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে পুরো বাজার ঘোরানো হবে বলেও হুমকি দেয় তারা। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মানববন্ধনে বক্তব্য দেন উপাধ্যক্ষ মওলানা শাজাহান আলী, প্রভাষক মওলানা নূরুন নবী, শরীফুল ইসলাম প্রমুখ।
পাবনা প্রতিনিধি জানান, সরকার পতনের পর আত্মগোপনে থাকা পাবনার শহীদ এম মনসুর আলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সামাদ খানকে অপসারণ ও নিয়মবহির্ভূত উপাধ্যক্ষ পদে নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ এবং মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা। রোববার কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষক-শিক্ষার্থীরা।
শিক্ষক-শিক্ষার্থীদের দাবি- গত ১২ বছর ধরে কলেজের উপাধ্যক্ষ আব্দুস সামাদ খান আওয়ামী লীগের পরিচয় দিয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ দখল করে আছেন। তার পদ জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবৈধ ঘোষণা করলেও প্রভাবশালীদের প্রভাবে তা তোয়াক্কাই করতেন না।
শিক্ষার্থীরা বলেন, ভর্তির সময় ও ফরম পূরণের সময় অতিরিক্ত অর্থ নেওয়া হলেও সেই টাকার কোনো হদিস থাকে না। পড়াশোনার কোনো মান নেই। কলেজে ভালো ওয়াশ রুম নেই, রুমগুলো ময়লা-আবর্জনায় ভরপুর।
এ সময় উপস্থিত ছিলেন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোস্তফা কামাল, সহকারী অধ্যাপক ইসমাইল হোসেন, ইসলামের ইতিহাসের সহকারী অধ্যাপক মাখসুদা আক্তার খুশি, সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম, আব্দুল মোমিন, মোকাদ্দেশ আলী, সাইদুল ইসলাম, মাসুদ করিম, শামসুল আলম, নাছিমা খাতুন, আবু সাঈদ, আব্দুর রাজ্জাক-২, নজরুল ইসলাম প্রমুখ।
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের কালিয়াকৈরে মৌচাকবাজার এলাকায় চাঁদা তুলতে বাধা দেওয়ায় ব্যবসায়ীদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বাজারের ব্যবসায়ী, এলাকাবাসী, স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা রোববার মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে।
মানবন্ধনে মৌচাক বাজার কমিটির সভাপতি মাসুদ পারভেজের সভপতিত্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বক্তব্য রাখেন বাজারের ব্যবসায়ী রূপক সাহা, কলেজছাত্র আর এফ রাফি, ছাত্র মো. কাব্য, মার্জান প্রমুখ।
ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি জানান, চাঁপাইনবাবগঞ্জের খালে আলমপুর দারুল সুন্নাত আলিম মাদ্রাসা ও বিজনেস ম্যানেজমেন্ট কলেজের সাবেক সভাপতি এবং স্থানীয় এক আ'লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতি ও ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলার খালেআলমপুরে মাদ্রাসা ও কলেজের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন করে প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী।
গোহালবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রাকিবের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন খালেআলমপুর দারুল সুন্নাত আলিম মাদ্রাসা ও বিজনেস ম্যানেজমেন্ট কলেজের গভর্নিং কমিটির সাবেক সদস্য মিজানুর রহমান, নুর আলম, স্থানীয় বাসিন্দা রহমতুলস্নাহ। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।