নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশ | ০২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
দেশজুড়ে নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন, আলোচনা সভা,র্ যালি, দোয়া মাহফিল ও কেক কাটার আয়োজন করা হয়। আঞ্চলিক অফিস, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে ডেস্ক রিপোর্ট- খুলনা অফিস জানিয়েছে, রোববার বেলা সাড়ে ১১টায় খুলনার কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা। সদস্য সচিব শফিকুল আলম তুহিনের পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ফকরুল আলম, স. ম আ. রহমান, বেগম রেহেনা ঈসা, কাজী মাহমুদ আলী, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, মারুফ হোসেন, বদরুল আনাম খান, মাহাবুব হাসান পিয়ার, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদি, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, শেখ জাহিদুল ইসলাম, কে এম হুমায়ূন কবির (ভিপি হুমায়ূন), হাফিজুর রহমান মনি, মুরশিদ কামাল, মোলস্না ফরিদ আহমেদ, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, শেখ ইমাম হোসেন প্রমুখ। স্টাফ রিপোর্টার, ভোলা জানান, ভোলায় শহরের মহাজনপট্টি এলাকায় বড় জামে মসজিদে জোহর বাদ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ ছাড়া পর্যায়ক্রমে বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের মসজিদেও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলমসহ জেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ঝিনাইদহ প্রতিনিধি জানান, দেশে ভয়াবহ বন্যার কারণে ঝিনাইদহে সীমিত আকারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এতে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ, সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন। ধামরাই (ঢাকা) প্রতিনিধি জানান, ঢাকার ধামরাইয়ে উপজেলা ও পৌরসভা বিএনপি, যুব ও ছাত্রদল এ সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস আহাম্মেদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি যুব ছাত্রদলসহ দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি জানান, আড়ম্বর পরিবেশের মধ্য দিয়ে পাবনার ঈশ্বরদীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। সকাল পৌনে ১০টায় উপজেলা বিএনপির রেলগেটস্থ দলীয় কার্যালয়ে প্রথমে জাতীয় পতাকা এবং পরে দলীয় পতাকা উত্তোলন করেন নেতাকর্মীরা। ঈশ্বরদী উপজেলা, পৌর ও বিএনপির অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক এসএম ফজলুর রহমান, সদস্য সচিব বিষ্টু সরকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, আক্কাস আলী মেম্বার, কিরণ সরদার, ওয়াহেদুজ্জামান মুরাদ, রবিউল ইসলাম রবি, মাহমুদুর রহমান জুয়েল, আলমগীর হোসেন, মাসুম পারভেজ, আবু সাঈদ লিটন, আক্তার হোসেন নিপা, এ কে এম সাজেদুজ্জামান বিটু প্রমুখ। দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, টাঙ্গাইলের দেলদুয়ারে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম ফেরদৌস আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আজাদ মিয়া, এস এম সবুর আহমেদ, নাগরপুর উপজেলা বিএনপি নেতা শরিফুল ইসলাম স্বপন প্রমুখ। ডিমলা (নীলফামারী) প্রতিনিধি জানান, নীলফামারীর ডিমলায় আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ-সভাপতি আরিফ উল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, উপজেলা সদর বিএনপির সভাপতি ডিআর জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সরকার, আব্দুল জব্বার, উপজেলা যুবদলের আহ্বায়ক সহিদুল ইসলাম, সদস্য সচিব আশিক উল ইসলাম লেমন, সদর উজেলা যুবদলের আহ্বায়ক সোহাগ খান লোহানী, যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান সবুজ প্রমুখ। দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি জানান, বন্যা দুর্গতদের জন্য সহায়তা, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়ার মাধ্যমে নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার শিবগঞ্জ বাজারে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রোববার এ উপলক্ষে ওয়ার্ড বিএনপির সভাপতি সাহাদাৎ হোসেন হৃদয়ের সভাপতিত্বে পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক রিয়াজুল করিমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির আহ্বায়ক আতাউর রহমান ফরিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নুরুল হক, পৌর বিএনপির সাবেক সভাপতি রৌশন আলী, সদস্য সচিব হারেজ গনি, যুগ্ম আহ্বায়ক ও পৌর কাউন্সিলর ওয়ালিউলস্নাহ্‌ সাচ্চু প্রমুখ। ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি জানান, চাঁদপুরের ফরিদগঞ্জে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরীফ মোহাম্মদ ইউনুছের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নান। পৌর বিএনপির আহ্বায়ক আমানত হোসেন গাজীর পরিচালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জিল হোসেন, ডা. আবুল কালাম আজাদ, মজিবুর রহমান মজিব, মজিআবু জাফর খসরু মোলস্না, আ. খালেক পাটওয়ারী, আব্দুর রহমান, মাসুদ হোসেন, মহসীন মোলস্না, আবুল হাসনাত, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু প্রমুখ। নকলা (শেরপুর) প্রতিনিধি জানান, শেরপুরের নকলায় দোয়া মাহফিল অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক খোরশেদুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন। নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি জানান, বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদরের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহুরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আ. হাকিম, ইয়াছিন আলী, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক গোলাম হোসেন, এনামুল হক বাচ্চু, উপজেলা যুবদলের সি. যুগ্ম আহ্বায়ক আ. রউফ রুবেল, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম মজনু, পৌর যুবদলের আহ্বায়ক গোলাম রব্বানী প্রমুখ। নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর নিয়ামতপুরে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসানের সঞ্চালনায় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শামীম রেজা চৌধুরী সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা. ছালেক চৌধুরী। এ সময় যুবদল, ছাত্রদলসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতারা উপস্থিত ছিলেন। পোরশা (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর পোরশায় বিএনপির দুই অংশ পৃথকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। বিকালে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি তৌফিকুর রহমান চৌধুরীর নেতৃত্বে পোরশায় তার বাড়ির সামনের মাঠে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সদস্য ডা. ছালেক চৌধুরী। এ সময় সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক শফিউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক লায়ন মাসুদ রানা, সাবেক সাংগঠনিক সম্পাদক আজাহার আলী, যুবদলের আহ্বায়ক ইকবাল শাহ্‌, নওগাঁ জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজামাল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হারুন অর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন। অন্যদিকে, উপজেলা বিএনপির একাংশের সভাপতি শাহ্‌ আহম্মেদ মোজাম্মেল চৌধুরীর নেতৃত্বে সরাইগাছি দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় সাধারণ সম্পাদক সাদেকুল ইসলামসহ নেতারা উপস্থিত ছিলেন। রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি জানান, রাঙামাটির রাজস্থলীতে আলোচনা সভায় উপজেলা বিএনপি'র সভাপতি খলিলুর রহমান শেখের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মঞো মারমা, সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম, সহ-সভাপতি, চথোয়াইপ্রু মারমা, সাবেক সাংগঠনিক সম্পাদক রফিক, শামিম আহম্মেদ রুভেল, উজ্বল তনচংগ্যা, মহিলা দলের সাধারণ সম্পাদিকা লাকি মারমা, শিল্পী তনচংগ্যা, ভূবন মহন তনচংগ্যা, আবদুল হামিদ প্রমুখ। সালথা (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের সালথায় উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহিন মাতুব্বর, সাধারণ সম্পাদক চৌধুরী এমদাদ আলী খসরু, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, প্রচার সম্পাদক নাসির মাতুব্বর, বিএনপি নেতা আব্দুর রব মাতুব্বর, শাখাওয়াত হোসেন জয়নাল, যুবদল নেতা হাসান আশরাফ, মিরান হুসাইন, বালাম হোসেন, শাফিকুল ইসলাম, মাহফুজ খান প্রমুখ। শার্শা (যশোর) প্রতিনিধি জানান, যশোরের শার্শায় উপজেলা বিএনপির আহ্বায়ক খায়রুজ্জামান মধুর সভাপতিত্ব বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান জহির, আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল আলম বাবু, মনিরুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, আবুল হোসেন বাবলু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, সদস্য সচিব ওয়াসি উদ্দিন জিন্নাহ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হােসেন খান প্রমুখ। শেরপুর (বগুড়া) প্রতিনিধি জানান, বগুড়ার শেরপুরে বিএনপির দুই গ্রম্নপ পৃথকভাবে দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। শহরের খেজুরতলাস্থ দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি ও স্থানীয় বাসস্ট্যান্ডস্থ দলীয় কার্যালয়ে পৌর বিএনপির উদ্যোগে ওই কর্মসূচি পালিত হয়। সকাল ৯টায় উপজেলা বিএনপির ব্যানারে সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজের অনুসারী জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। পরে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য আসিফ সিরাজ রব্বানী সানভী। অন্যদের মধ্যে বিএনপি নেতা কেএম মাহবুবার রহমান হারেজ, শফিকুল আলম তোতা, মাহবুবুল আলম হিরু, পিয়ার হোসেন পিয়ার, জিএম মোস্তফা কামাল, মোস্তাফিজার রহমান নিলু প্রমুখ বক্তব্য রাখেন। অন্যদিকে উপজেলা বিএনপির সাবেক সভাপতি (বহিষ্কৃৃত নেতা) জানে আলম খোকার অনুসারীরা পৌর বিএনপির ব্যানারে অনুরুপ কর্মসূচি পালন করেন। পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, বিএনপি নেতা হাসানুল মারুফ শিমুল, আব্দুল করিম, সোহানুর রহমান লাবু, জসিম উদ্দিন মন্ডল, শাহ্‌ আরিফ, কৃষকদল নেতা আবু সাঈদ, আবু রায়হান আজাদ, আব্দুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন। তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা বিএনপির সভাপতি স. ম. আফসার আলীর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক দুলাল হোসেন, সংগঠনিক সম্পাদক প্রভাষক সাইদুর রহমান ও জিয়াউর রহমান, যুবদলের আহ্বায়ক এফ এম শাহ আলম, সদস্য সচিব রাজিব আহমেদ মাসুম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন, ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান ফকির, সদস্য সচিব খন্দকার শাহাদাত হোসেন প্রমুখ।