নরসিংদীতে শীর্ষ সন্ত্রাসী লিজনকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এদিকে হবিগঞ্জের লাখাই ও কিশোরগঞ্জের কুলিয়ারচরে পানিতে ডুবে তিন শিশুর মৃতু্য হয়েছে। অন্যদিকে সাতক্ষীরার শ্যামনগরে বিদু্যৎস্পৃষ্ট হয়ে একজন কৃষক মারা যান। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
নরসিংদী প্রতিনিধি জানান, নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী লিজন মোলস্নাকে (৩০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত ১২টার দিকে শহরের বাসাইল এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত লিজন মোলস্না নরসিংদী শহরের বাসাইল এলাকার আলমগীর মোলস্নার ছেলে। তার বিরুদ্ধে হত্যা, সন্ত্রাসী, ডাকাতি, চাঁদাবাজিসহ ১৬টি মামলা রয়েছে। তিনি নরসিংদী জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সদস্য বলে জানা গেছে।
জানা গেছে, শনিবার দিবাগত রাত ১২টার দিকে শহরের বাসাইল এলাকায় তার বাড়ির অদূরে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নরসিংদী সদর মডেল থানার ওসি তানভীর আহমেদ জানান, কে বা কারা ঠিক কি কারণে লিজনকে এভাবে কুপিয়ে হত্যা করল, এখনো নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রম্নতার জেরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে থাকতে পারে। লিজনের বিরুদ্ধে নরসিংদী সদর থানাসহ বিভিন্ন থানায় ১৬টি মামলা ছিল। এ হত্যাকান্ডের সঙ্গে জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করা যায়নি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, লাখাইয়ে পানিতে ডুবে দুই বোনের মৃতু্যর খবর পাওয়া গেছে। উপজেলার বামৈ ইউনিয়নের বামৈ গ্রামের বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে। ওই দুই বোনের নাম পাখি আক্তার (৮) ও মাইশা আক্তার (৯)। উভয়ই বামৈ পূর্বগ্রামের রমিজ মিয়ার কন্যা। পাখি আক্তার বামৈ মারুগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী এবং মাইশা প্রথম শ্রেণির শিক্ষার্থী।
জানা যায়, বাড়ির পাশে পুকুরের গোসল করতে গেলে এক বোন পানিতে ডুবে যায়। তা দেখে অপর বোন এগিয়ে আসলে উভয় পানিতে ডুবে মারা যায়। বিষয়টি নিশ্চিত করেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হুসেন ফুরক।
কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নের ছয়সূতি গ্রামের খেলার মাঠ সংলগ্ন পানিতে ডুবে মনির মিয়ার শিশু পুত্র আনাছ (৫)-এর মৃতু্য হয়েছে বলে খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটে গত শনিবার সকালের দিকে। পরে শিশুটিকে বাদ জোহর নামাজের পর দাফন করা হয়।
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি জানান, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউপির জয়নগরে ধানক্ষেতে ইঁদুর মারার বৈদু্যতিক ফাঁদে স্পৃষ্ট হয়ে আব্দুর রশিদ ঢালী (৬৫) নামে এক কৃষক শনিবার মারা গেছেন। তিনি জয়নগর গ্রামের বাসিন্দা।
জানা যায়, তিনি ধানক্ষেতে ইঁদুর নিধনে বৈদু্যতিক তার সংযোগ স্থাপন করেন। শুক্রবার বিকালে নিজ ধানক্ষেতে বিষ স্প্রে করার জন্য গেলে নিজের পাতা ইঁদুর নিধনে বৈদু্যতিক ফাঁদে স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন এবং শনিবার ভোরে মারা যান।