চার জেলায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে। এর মধ্যে চট্টগ্রামে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক ব্যক্তি, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একজন, নারায়ণগঞ্জের রূপগঞ্জে যুবক ও মেহেরপুরের গাংনীতে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আরেক যুবক নিহত হয়। এদিকে সাতক্ষীরার রাজৈরে দুই যাত্রীবাহী বাস মুখোমুখি সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। বু্যরো, আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
চট্টগ্রাম বু্যরো জানায়, চট্টগ্রাম নগরের খুলশী থানাধীন টেকনিক্যাল মোড় এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় এক ব্যক্তির মৃতু্য হয়েছে। রোববার ভোরে এ দুর্ঘটনা ঘটে। মৃতু্যবরণকারী সাদমান ছামিদুর রহমান (১৭) ষোলশহর আল মাদানি সড়কের ওবায়দুর রহমানের ছেলে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম বলেন, 'ভোরে টেকনিক্যাল মোড়ে এ দুর্ঘটনার ভিডিও ফুটেজ পেয়েছি। এতে দেখা গেছে, একটি কাভার্ড ভ্যানের সামনে ওই ব্যক্তি লাফ দেন। কাভার্ড ভ্যানটি তাকে টেনে কিছু দূরে নিয়ে যায়। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।'
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া জানান, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রাইভেটকার ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সুজু মিয়া নামে এক যুবক নিহত এবং ৩ জন আহত হয়েছেন। গত শনিবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ইসলামাবাদ (গোগদ) এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সুজু মিয়া জেলার নাসিরনগর উপজেলার কুন্ডা গ্রামের সাহেদ মিয়ার ছেলে।
খাঁটিখাতা হাইওয়ে থানার ওসি সারোয়ার হোসেন বলেন, রাতে ইসলামাবাদ ব্রিজের উপর একটি প্রাইভেটকারের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিককশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চার যাত্রী আহত হয়। স্থানীয়রা তাদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সুজু মিয়া মারা যান।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের রূপসী-কাঞ্চন সড়কের গঙ্গানগর এলাকার মীর সিমেন্ট ফ্যাক্টরির সামনে সড়ক দুর্ঘটনায় রিফাত (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি মুড়াপাড়া ইউনিয়নের ব্রাক্ষণগাঁও এলাকার হযরত আলীর ছেলে।
নিহত রিফাতের বড় বোন লাকি আক্তার জানান, গত ২৫ আগস্ট রূপসী থেকে ইজিবাইকে বাড়ি ফেরার পথে অজ্ঞাত ট্রাকের চাপায় তিনি দুর্ঘটনায় পড়েন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রিফাতের মৃতু্য হয়।
গাংনী (মেহেরপুর) প্রতিনিধি জানান, মেহেরপুরের গাংনীতে দ্রম্নতগতির একটি মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নোমান হোসেন (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। রোববার সকালে উপজেলার ওলিনগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত নোমান উপজেলার চরগোয়াল গ্রামের জহুরুল ইসলামের ছেলে। দিনদশেক আগে তিনি নতুন মোটর সাইকেল কেনেন।
জানা গেছে, সকাল ১০টায় বামন্দী বাজার থেকে মেহেরপুর-কুষ্টিয়া সড়ক দিয়ে মোটর সাইকেল চালিয়ে মেহেরপুরের দিকে যাচ্ছিলেন নোমান। ওলিনগরে পৌঁছলে নিয়ন্ত্রণ হারান। এ সময় সড়কের উপরে পড়ে মাথাসহ শরীরের বিভিন্নস্থানে গুরুতর জখম হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি জানান, মাদারীপুরের রাজৈরে দুটি যাত্রীবাহী বাস মুখোমুখি সংঘর্ষে দুই বাসের চালকসহ প্রায় ১৫ জন আহত হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টার সময় ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার বড় ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। আহতদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। এ দুর্ঘটনার ফলে মহাসড়কের উভয় পাশে প্রায় দুই কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার বড় ব্রিজের কাছে ঢাকাগামী সোনালী পরিবহণ ও অপর দিক থেকে আসা বরিশালগামী বলাকা পরিবহণ যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের চালকসহ প্রায় ১৫ জন যাত্রী আহত হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসার জন্য পাঠায়।