মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

  ০১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

সভা অনুষ্ঠিত

ম আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গোপালদী পৌর বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন। আলোচনা সভায় গোপালদী পৌর বিএনপির নেতৃবৃন্দ ও শত শত নেতাকর্মী ছিলেন। এ সময় মাহমুদুর রহমান সুমন সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে দলের জন্য কাজ করে যেতে অনুরোধ করেন এবং দলীয় নেতাকর্মীদের সব প্রকার অপ্রীতিকর ঘটনা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেন।

মতবিনিময় সভা

ম মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দায় যুবদলের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং সার্বিক শান্তিশৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নির্বাহী কমিটি বিএনপির অন্যতম সদস্য এম এ মতীন'র দিকনির্দেশনায় শুক্রবার বিকালে উপজেলার কুসুম্বা ইউনিয়নের হাজী গোবিন্দপুর মোড়ের পাশে একটি হ্যাচারি মাঠে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সিদ্দিক হোসেনের সঞ্চালনায় ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম বেলালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম- আহ্বায়ক অ্যাড. মিজানুর রহমান। এতে প্রধান বক্তা ছিলেন তানোর উপজেলা যুবদলের সদস্য সচিব শরিফ উদ্দিন মুন্সি।

দোয়া মাহফিল

ম উলস্নাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের উলস্নাপাড়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার পূর্ণিমাগাতী ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়ন বিএনপি নেতা শফিকুল ইসলাম শফির সভাপতিত্বে ও আবু শাহিন রেজার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হেলান সরকার, সাবেক পৌর মেয়র বেলাল হোসেন, আজিজুর রহমান মানু, আশরাফুল ইসলাম মিন্টু, গোলাম কিবরিয়া প্রমুখ।

ফ্রি চিকিৎসাসেবা

ম চৌদ্দগ্রাম (কুমিলস্না) প্রতিনিধি

কুমিলস্নার চৌদ্দগ্রামে মুহসীনুল উম্মাহ ফাউন্ডেশন, কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট'র যৌথ উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলার শুভপুর ইউনিয়নের উনকুট উচ্চ বিদ্যালয় মাঠে এক কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মহসীনুল উম্মাহ ফাউন্ডেশন'র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় নেতা মুফতি খোরশেদ আলম। এসময় ছিলেন মারকাজুল মুসলীমিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খান, পরিচালক মাওলানা মাহবুবুর রহমান, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট মাওলানা যোবায়ের, মাওলানা ইউনুছ আহমেদ।

আলোচনা সভা

ম পোরশা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর পোরশায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘাটননগর ইউনিয়ন শাখার উদ্যোগে দায়িত্বশীল, কর্মী, সদস্য পুনর্মিলনী ও শহীদের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সোমনগর উচ্চ বিদ্যালয় মাঠে সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি আলহাজ হযরত মাওলানা মুহাম্মাদ হুজ্জাতুলস্নাহ শেখ। প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সভাপতি মাস্টার আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সেক্রেটারি মামুনুর রশিদ শাহ্‌ ও সাবেক সভাপতি আলহাজ তৈয়ব শাহ্‌ চৌধুরী।

ত্রাণ বিতরণ

ম ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

ফটিকছড়িতে বন্যার্তদের মধ্যে ৩য় দিনের মতো ত্রাণসামগ্রী বিতরণ করেছে সৃষ্টি ফাউন্ডেশন। শুক্রবার হারুয়ালছড়িতে বন্যাদুর্গত মানুষদের মধ্যে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় ছিলেন- সৃষ্টি ফাউন্ডেশনের চেয়ারম্যান সুকান্ত বড়ুয়া বিপুল, ইউপি সদস্য কাজী মোহাম্মদ শাহজাহান, সংগঠনের উপদেষ্টা বাবু পরিতোষ বড়ুয়া, সহ-সভাপতি বাবু অজিত ধর, সাধারণ সম্পাদক বাবু নয়ন নাথ, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম, সদস্য মিসেস রাজ্যশ্রী বড়ুয়া, বাবু অমল বড়ুয়া, বাবু বিজিত বড়ুয়া, মো. রবিউল হোসেন।

আর্থিক সহযোগিতা

ম সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বহদ্দারহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৮ জুলাই সন্দ্বীপ উপজেলার হারামিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শিকদার বাড়ির নিহত হয় মাহিন হোসেন সাইমুন। শুক্রবার বিকাল ৫টায় মোস্তফা কামাল পাশা বাবুলের পক্ষ থেকে সাইমুনের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করেন শহীদ সাইমুনের মা রহিমা বেগমের হাতে এবং তার মায়ের কথা শুনেন। উপজেলা বিএনপির উপদেষ্টা সদস্য মোস্তফা কামাল পাশা বাবুল, সন্দ্বীপ উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সদস্য আলহাজ ফাতেমা পাশা, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশীদ হান্নান, চট্টগ্রাম উত্তর জেলা জাসাসের সাধারণ সম্পাদক আশরাফুলস্ন্যাহ।

আর্থিক অনুদান

ম শেরপুর প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার উদ্যোগে শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভা ও শহীদ পরিবারের সদস্যদের হাতে নগদ ২ লাখ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। শুক্রবার বিকালে শেরপুর পৌর অডিটরিয়ামে জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি নূরুজ্জামান বাদলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ডক্টর সামিউল হক ফারুকী।

সুধী সমাবেশ

ম গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী জেলা পশ্চিম শাখার উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার গোদাগাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মহানগর জামায়াতের আমির ডক্টর কেরামত আলী। প্রধান বক্তা ছিলেন রাজশাহী জেলা পশ্চিম জামায়াতের আমির অধ্যাপক আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও রাজশাহী মহানগর সভাপতি মো. সিফাতুল আলম। আরও ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক কামরুজ্জামান ও ডক্টর মুহম্মদ ওবায়দুলস্নাহ।

রান্না খাবার বিতরণ

ম বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি

ফেনী, নোয়াখালী, কুমিলস্না, চট্টগ্রাম, খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার এবং হবিগঞ্জসহ বিভিন্ন এলাকায় প্রায় ৫০ লাখ মানুষ আটকা পড়েছে। এই পরিস্থিতিতে গত ২৪ আগস্ট থেকে ২৭ আগস্ট টানা ৪ দিন বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জন্য খাদ্যসামগ্রী ও রান্না করা খাবার সরবরাহ করেছেন মামুন বিশ্বাস। মামুন বিশ্বাস জানান, বন্যায় এই অঞ্চলের পাশাপাশি দিশেহারা হয়ে পড়েছেন বানভাসিরা। অনেকেই আবার খাদ্যের অভাবে ভুগছেন। সরকারের পাশাপাশি সারাদেশ থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও স্বেচ্ছাসেবক এই মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে। এমন বাংলাদেশ দেখতে চাই সব সময়।

আর্থিক সহায়তা

ম মান্দা (নওগাঁ) প্রতিনিধি

কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত গার্মেন্টসকর্মী রাসেলের পরিবারকে জামায়াতের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার বিকালে কসব-ভোলাগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে নওগাঁ জেলা (পূর্ব) জামায়াতের আমির খন্দকার মো. আব্দুর রাকিব নিহতের বাবা পিন্টুর হাতে আর্থিক সহায়তা বাবদ নগদ এক লাখ টাকা তুলে দেন। এ সময় ছিলেন মান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ, জেলা (পূর্ব) যুব বিভাগের সভাপতি আবু শিহাব মন্ডল, উপজেলা জামায়াতের আমির আমিনুল ইসলাম, সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন, সহ-সেক্রেটারি রফিকুল ইসলাম।

মতবিনিময় সভা

ম মণিরামপুর (যশোর) প্রতিনিধি

জামায়াতে ইসলামকে নিশ্চিহ্ন করতে যত প্রকার নির্যাতন প্রয়োজন তা শেখ হাসিনার সরকার করেছে। বরং জামায়াত এখন এদেশে মানুষের হৃদয়ের একটি দল হিসেবে আস্থা অর্জন করেছে। শনিবার দুপুরে মণিরামপুর প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক মনিরুল ইসলাম। পেশাজীবী মণিরামপুরের সংগঠনের ব্যানারে আয়োজিত সভার সভাপতিত্ব করেন উপজেলা পেশাজীবী সংগঠনের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. উবাইদুলস্নাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা লিয়াকত আলী ও উপজেলা নায়েবে আমির মাওলানা মহিউল ইসলাম।

ফুলেল শুভেচছা

ম চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চাটখিল পৌরসভার বারবার নির্বাচিত সাবেক মেয়র মোস্তফা কামাল লন্ডন থেকে শুক্রবার বিকালে চাটখিল এসে পৌঁছেন। তিনি লন্ডন থেকে চাটখিল আসার খবর পেয়ে পৌরসভার হাজার হাজার জনতা আজিজ সুপার মার্কেটের সামনে সমবেত হয়ে তাকে ফুলেল শুভেচছা জানান। আবেগে আপস্নুত জনতা তাদের নেতাকে কাছে পেয়ে আনন্দ-উলস্নাসে মেতে ওঠেন।

থানা পরিদর্শন

ম আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রতু্যষ কুমার মজুমদার ৫ আগস্ট সরকার পতনের দিনে জনরোষে আড়াইহাজার থানায় অগ্নিসংযোগ ও ভাঙচুরে ক্ষতিগ্রস্ত ধ্বংসস্তূপ পরিদর্শণ করেছেন। শনিবার দুপুরে তিনি পরিদর্শনে আসেন। এ সময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন থানার ওসি মোহাম্মদ আহসানউলস্নাহ ও ওসি (তদন্ত) হুমায়ুন কবির মোলস্না। এ সময় তার সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আমির খসরু, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাই লাউ মার্মা এবং সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) হাবিবুর রহমান।

সভা অনুষ্ঠিত

ম স্টাফ রিপোর্টার পিরোজপুর

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ৫নং ধাওয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়াতাবাদী দল (বিএনপি)র সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে স্থানীয় ধাওয়া বিএনপি কার্যালয়ে ইউনিয়ন সভাপতি মো. রশিদ খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আহম্মদ সোহেল মঞ্জুর সুমন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য মো. তহা, উপজেলা বিএনপির সদস্যসচিব মো. মনির হোসেন আকন, উপজেলা বিএনপির নেতা শিকদার জাকির হোসেন বাচ্চু, মো. নাছির উদ্দিন মুন্সি, যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. সাকায়াত হোসেন মিঠু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. সাইফুল ইসলাম।

মতবিনিময় সভা

ম ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সাবেক প্যানেল মেয়র ও কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ। শনিবার সকালে শহরের ফয়লা রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ে কালীগঞ্জ উপজেলা বিএনপির নেতা আনোয়ার হোসেন রবির সঞ্চালনায় তার সঙ্গে ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী, সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মোলস্ন্যা, প্রভাষক এমএ মজিদ, সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন কলামিস্ট এমএ কাদের, প্রথম আলোর জেলা প্রতিবেদক আজাদ রহমান, চিত্রা নিউজের বার্তা সম্পাদক শাহাজান আলী সাজু, সমকালের কালীগঞ্জ প্রতিনিধি জামির হোসেন।

কর্মী সমাবেশ

ম পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার পূর্বধলায় গত শুক্রবার উপজেলার বিশকাকুনী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে কর্মিসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিশকাকুনী ইউনিয়নের যাত্রাবাড়ী বাজারে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বিশকাকুনী ইউনিয়ন জামায়াতের সভাপতি সুরুজ্জামান। প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক মাসুম মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাহফুজুল হক খান। পর্বধলা সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. তাজুল ইসলাম বাবুলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. হাফিজ উদ্দিন, উমর ফারুক।

ত্রাণ বিতরণ

ম স্টাফ রিপোর্টার ভোলা

ভোলায় টনা বৃষ্টিতে ভাসমান কর্মহীন অসহায় ও দুস্থ বেদেদের পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছে নৌবাহিনীর সদস্যরা। শনিবার দুপুরের দিকে ভোলার বাসস্ট্যান্ডসংলগ্ন হ্যালিপ্যাড এলাকায় প্রায় অর্ধশতাধিক ভাসমান বেদে পরিবারের মধ্যে চাল, চিনি, চিঁড়া ও ওরস্যালাইন বিতরণ করা হয়। এান বিতরণকালে ছিলেন ভোলা নৌ কন্টিনজেন্ট কমান্ডার আবদুলস্নাহ আল মামুন (এনডি), জেলা প্রশাসক ও নৌবাহনীর অন্য কর্মকর্তারা। এদিকে ত্রাণ পেয়ে খুশি ভাসমান বেদে চুমকি বেগম, খালেদা আক্তার ও মেঘলা বেগম।

কমিটি গঠন

ম মনপুরা (ভোলা) প্রতিনিধি

ভোলার মনপুরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের নতুন কমিটি গঠন করা হয়েছে। উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আলহাজ সামসউদ্দিন বাচ্চু চৌধুরীকে সভাপতি ও মো. আবুল কাশেম মাতাব্বরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৫ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। শুক্রবার রাত ৮টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে এক জরুরি সভায় এই কমিটি গঠন করা হয়। জরুরি সভায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল লতিফ ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মনপুরা উপজেলার মুক্তিযুদ্ধকালীন কমান্ডার ও উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ সামসউদ্দিন বাচ্চু চৌধুরী।

পোনা মাছ অবমুক্ত

ম শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিনিধ

বগুড়ার শিবগঞ্জ উপজেলা মৎস্য অধিদপ্তরে আয়োজনে শনিবার সকালে উপজেলা করতোয় নদী, আশ্রয়ণ প্রকল্প, গুচ্ছগ্রাম পুকুর ও বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। এসময় ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস শাকুর, কাহালু উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নুরনবী, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী, অধ্যাপক নজরুল ইসলাম, সাবেক পৌর কাউন্সিলর এসএম তাজুল ইসলাম, মৎস্য চাষি তৌহিদুল ইসলাম ঠান্ডা, পলাশ হোসেন প্রমুখ।

আলোচনা সভা

ম বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

স্বেচ্ছাসেবী কার্যক্রম, সামাজিক কর্মকান্ড পরিচালনা ও জনহিতকর কর্মকান্ড পরিচালনার লক্ষ্য নিয়ে গঠিত অরাজনতিক সংগঠন 'বকশীগঞ্জ সুশীল সমাজ ছাত্র সংঠগনের' সদস্যদের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে সভায় বক্তব্য রাখেন সাংবাদিক রকিবুল হাসান বিদ্রোহী, পারভেজ হাসান, কামরুল হাসান, মো. বুলবুল, জাহিদুল ইসলাম ও মামুন মিয়া আব্দুলস্নাহ। সংগঠনের কার্যক্রম জোড়দার, অসহায়দের পাশে দাঁড়ানো, সামাজিক কর্মকান্ডে শিক্ষার্থীদের সম্পৃক্ত করাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে