সুনামগঞ্জ শান্তিগঞ্জে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এদিকে খুলনার ডুমুরিয়ায় ছাত্রদের নিয়ে ফুটপাত দখলমুক্ত অভিযান করেছেন উপজেলা প্রশাসন। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি জানান, সুনামগঞ্জ শান্তিগঞ্জের দ্রব্যমূল্য নিয়ন্ত্রনের লক্ষ্যে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের নিয়ে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার উপজেলার পাগলা বাজারের বিভিন্ন দোকান তদারকি করে তিন প্রতিষ্ঠানকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে পাগলা বাজারের আদনান এন্টারপ্রাইজ ৬ হাজার, মারজান স্টোর ৩ হাজার ও সৈকত মেডিক্যালকে ২ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়।
জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আল আমিন বলেন, 'চলমান বাজার অভিযানের অংশ হিসেবে পাগলা বাজার মনিটরিং করেছি। আমাদের সঙ্গে শিক্ষার্থীরাও ছিলেন। অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা করেছি। আমরা ব্যবসায়ীদের অতি মুনাফায় পণ্য বিক্রি না করে ন্যায্যমূল্যে বিক্রির আহ্বান জানিয়েছি।'
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি জানান, খুলনার ডুমুরিয়ায় ছাত্রদের নিয়ে ফুটপাত দখলমুক্ত অভিযান করেছেন উপজেলা প্রশাসন। শনিবার উপজেলা প্রশাসনের পক্ষে অভিযানে নেতৃত্বদেন এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন। সহায়তা করেন শিক্ষার্থীরা।
জানা যায়, ডুমুরিয়া সদরে খুলনা-সাতক্ষীরা মহাসড়কসহ বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলোর ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা করে আসছে এক শ্রেণির কিছু অসাধু ব্যবসায়ী। যার কারণে বাজারে প্রবেশের প্রধান সড়কটিতে সবসময় জানজট লেগেই আছে। ইতোপূর্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কয়েকদফা অভিযান করলেও তৎকালিন ক্ষমতাধর রাজনৈতিক নেতৃবৃন্দের ছত্রছায়ায় ব্যবসা চালিয়ে আসছে ওরা। অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণের ২৩ দিনের মাথায় ডুমুরিয়া বাজারে ফুটপাত দখলমুক্ত অভিযান চালিয়েছেন উপজেলা প্রশাসন।