মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১

গাংনীতে দুই ব্যবসায়ীর বাড়ির সামনে থেকে বোমাসাদৃশ্য বস্তু উদ্ধার

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
  ০১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
গাংনীতে দুই ব্যবসায়ীর বাড়ির সামনে থেকে বোমাসাদৃশ্য বস্তু উদ্ধার

মেহেরপুরের গাংনীর চৌগাছায় দুই ব্যবসায়ীর বাড়ির সামনে থেকে বোমাসাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে উদ্ধার হয় জীবননাশের হুমকিসংবলিত চিরকুট ও কাফনের কাপড়। গত শুক্রবার রাতে ও শনিবার দুপুরে এগুলো উদ্ধার করা হয়।

গাংনী বাজারের ওষুধ ব্যবসায়ী জহিরুল ইসলাম মিঠু জানান, শুক্রবার রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে প্রবেশ করার সময় একটি সবুজ রঙের ব্যাগ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে ব্যাগের মধ্যে থেকে লাল টেপ দিয়ে মোড়ানো একটি হাতবোমা ও কাফনের কাপড় উদ্ধার করে।

এদিকে জহিরুল ইসলাম মিঠুর প্রতিবেশী ব্যবসায়ী জয়নাল হোসেন জানান, দুপুরে দোকানের কর্মচারীরা বাড়ির সামনে নীল রঙের একটি ব্যাগের মধ্যে লাল স্কচটেপ দিয়ে মোড়ানো বোমাসাদৃশ্য বস্তু ও হাতে লেখা একটি চিরকুট দেখতে পান। চিরকুটে তাকে (জয়নালকে) এক মাসের মধ্যে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়। বিষয়টি থানায় জানানো হলে পুলিশ তা উদ্ধার করে।

গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানান, দুই স্থান থেকে উদ্ধার বোমাসাদৃশ্য বস্তু বালতি ভর্তি পানিতে চুবিয়ে প্রাথমিকভাবে নিষ্ক্রিয় করা হয়। ভয়ভীতি প্রদর্শনের জন্য কেউ এটা করতে পারে। দুষ্কৃতকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে