মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১

নির্যাতনের শিকার হাতি ঠাঁই পেল গাজীপুর সাফারি পার্কে

গাজীপুর প্রতিনিধি
  ০১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
নির্যাতনের শিকার হাতি ঠাঁই পেল গাজীপুর সাফারি পার্কে

কুমিলস্নায় পায়ে শেকল বেঁধে নির্মম নির্যাতন করা এবং চাঁদাবাজি কাজে ব্যবহৃত হাতিটি উদ্ধার করে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সফারি পার্কের হাতিশালায় আনা হয়েছে। হাতিটি উদ্ধার করে কুমিলস্না বনবিভাগ। শনিবার গণমাধ্যমে এ তথ্য জানান গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম।

কুমিলস্নার বিভাগীয় বন কর্মকর্তা জিএম মোহাম্মদ কবির বলেন, 'একটি হাতির পায়ে শিকল বেঁধে নির্মমভাবে নির্যাতন করা হয়। নির্যাতনের ৩০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি আমাদের নজরে এলে নিদের্শনা মোতাবেক কুমিলস্নার মুরাদনগর উপজেলার সোনাই উলস্ন্যাহ এলাকা থেকে হাতিটি উদ্ধার করা হয়।'

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, হাতিটি জব্দ করে বৃহস্পতিবার রাতে সাফারি পার্কে নিয়ে আসা হয়। পরে হাতিটি পার্কের হাতিশালায় আলাদাভাবে রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে