ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে ময়মনসিংহ সিটি করপোরেশন জুড়ে দশ হাজার বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে 'সাহায্যের ডাক পিয়ন' নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন। শনিবার নগরীর সিটি করপোরেশনের শহীদ সাহাবুদ্দিন মিলনায়তনে এ উপলক্ষে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এতে গাছ লাগানোর গুরুত্ব, পদ্ধতি এবং গাছের যত্ন বিষয়ে আলোচনা করা হয়।
সংগঠনটির আয়োজক জানান, সাহায্যের ডাকপিয়ন প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হলো সুবিধাবঞ্চিত মানুষদের স্বনির্ভর করে তোলা এবং সমাজে সহায়তা ও সহানুভূতির মনোভাব গড়ে তোলা।
কর্মশালায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. হুমায়ুন কবীর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমদাদুল হুদা, সংগঠনের অ্যাডভাইজার সাইকোথেরাপিস্ট ডা. বুশরা মাহমুদা, সেক্রেটারি হাসিবুল বান্না রিয়াদ, কার্ডিয়াক সার্জন ডা. শাকিল প্রমুখ বক্তব্য রাখেন।