৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভু্যত্থানে শেখ হাসিনার পদত্যাগের দিন চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক ব্যবসায়ীর ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগে আদালতে মামলা হয়েছে। মামলার পর সংবাদ সম্মেলনে বিচার দাবি করেছেন ভুক্তভোগী ইকবাল হাসান চৌধুরী নামে এক ব্যবসায়ী ও তার পরিবার।
শনিবার থানা সদরের একটি কমিউনিটি সেন্টারে এই সংবাদ সম্মেলনের আয়োজন হয়। এই সময় ইকবাল হাসান ছাড়াও স্ত্রী জাকিয়া সুলতানা ও ভাইয়ের স্ত্রী শাহেনা আকতার বক্তব্য দেন।
লিখিত বক্তব্যে জানা যায়, উপজেলার চন্দ্রঘোনা কদমতলি ইউনিয়নের বাসিন্দা ইকবাল হাসান চৌধুরীর কাছ থেকে একই এলাকার প্রভাবশালী হাজী ইলিয়াস চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ার কারণে শেখ হাসিনার পদত্যাগের দিন ৫ আগস্ট রাতে দলবল নিয়ে ঘরবাড়ি ভাঙচুর করা হয়। লুটপাট করে নিয়ে যায় নগদ টাকা ও স্বর্ণালংকার। পরে স্থানীয় লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়।
এই ব্যাপারে রাঙ্গুনিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবত্তী 'বিজ্ঞ আদালত যা আদেশ দেবেন তা পালন করব। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পদক্ষেপ নেব।'