কুড়িগ্রামের ফুলবাড়ীতে উন্নয়ন বঞ্চিত একটি গ্রামের নাম চেয়ারম্যানপাড়া। এখানে উন্নয়ন কার্যক্রম গ্রহণ না হওয়ায় এলাকাবাসী নিজেদের প্রয়োজনে কিছু উন্নয়নমূলক কাজ নিজেরাই করছেন। এর মধ্যে একটি কবরস্থান নির্মাণের উদ্যোগ অন্যতম।
প্রায় এক বিঘা জমির ওপর একটি কবরস্থান নির্মাণের উদ্যোগ করেছেন চেয়ারম্যান পাড়ার মানুষ। এখানকার মানুষ আর্থিক দৈন্যের মধ্যে বসবাস করলেও লাখ লাখ টাকার কবরস্থান নির্মাণের উদ্যোগ গ্রহণ করাটা একটি দুঃসাহসিকতা।
এই জমিতে শুক্রবার ভোর সকাল থেকে স্বেচ্ছাশ্রমে শুরু করা হয় মাটি ভরাটের কাজ। বয়োবৃদ্ধ, শিশু-কিশোরসহ সব শ্রেণি-পেশার তাদের বাড়িতে থাকা মাটি কাটার সামগ্রী কোদাল, ডালি, গামলা নিয়ে কবরস্থানে মাটি কাটার কাজ শুরু করেন।
এ ব্যাপারে কবরস্থান নির্মাণ কমিটির সভাপতি মোহাম্মদ আলী জানান, 'আমরা শুক্রবার কবরস্থানে মাটি ভরাটের কাজের উদ্বোধন করেছি। এই মাটি ভরাটের কাজ এলাকাবাসী আনন্দের সঙ্গে স্বেচ্ছাশ্রমে করেছে। আশা করছি দ্রম্নত সময়ে প্রায় এক বিঘা জমির কবরস্থানটি সফলভাবে সম্পন্ন হবে। কবরস্থানটির বাউন্ডারি ওয়ালটিও সম্পন্ন করা হবে।'