মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১

নিয়ামতপুরে আমন ক্ষেত যেন সবুজ বিছানা

বাম্পার ফলনের আশা
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
  ০১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
নিয়ামতপুরে আমন ক্ষেত যেন সবুজ বিছানা

নওগাঁর নিয়ামতপুরে আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনায় স্বপ্ন বুনছেন কৃষক। উপজেলার আটটি ইউনিয়নের আমন ধানের ক্ষেতগুলো সবুজে সবুজে ভরে উঠেছে। বিস্তীর্ণ এলাকাগুলোতে আমন ধানের চারা বাতাসে দোল খাচ্ছে, দেখে মনে হয় সবুজ বিছানা। এই অপরুপ সৌন্দর্য দেখে যেন চোখ জুড়িয়ে যায়। আর ক্ষেতগুলোকে নিয়ে কৃষকের রঙ্গিন স্বপ্ন। আবহাওয়া অনুকূলে থাকায় আমন ধানের ফলন ভালো হবে বলে স্থানীয় কৃষকরা জানিয়েছেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে আমন ধানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে উপজেলার আট ইউনিয়নে ৩০ হাজার ৬৯৫ হেক্টর। ইতোমধ্যে অর্জিত হয়েছে ২৮ হাজার ৩১৫ হেক্টর। এবার আবহাওয়াজনিত কারণে ধানের চারা রোপণ একসঙ্গে না হওয়ায় কোথাও ধানের শীষ বের হয়েছে, আবার কোথাও গামড় এসেছে। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে সিনড়া গ্রামের কৃষক মাইনুল ইসলাম, নংপুর গ্রামের কৃষক হারন অর রশিদ, মায়ামারী গ্রামের কৃষক আবুল কাশেমের সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়। তারা বলেন, এ বছর বর্ষা মৌসুমের শুরু থেকেই আশানুরূপ বৃষ্টিপাত হয়নি। ফলে পানি সেচ দিয়ে এই অঞ্চলের প্রায় কৃষক রোপা আমন ধান রোপণ করছেন। পানি সেচ দেওয়ার কারণে কৃষকদের খরচ অনেক গুণতে হয়েছে।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা নজিবুর রহমান বলেন, 'উপজেলা কৃষি বিভাগের নির্দেশনায় আমরা মাঠপর্যায়ে আমন চারা রোপণে কৃষককে বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছি। নিয়ামতপুর সদর ইউনিয়নে এবারে আমন চাষের লক্ষ্যমাত্রা তিন হাজার পাঁচ হেক্টর ধরা হয়েছে। চারা রোপণের কিছু দিন পর বৃষ্টি হওয়ায় গাছ ও ফসলের জন্য ভালো হয়েছে। বৃষ্টিপাত হওয়ায় আগের তুলনায় ধানের ক্ষেতে পোকা-মাকরের আক্রমণ একটু কমে মনে হচ্ছে।'

নিয়ামতপুর উপজেলা কৃষি অফিসার কামরুল হাসান জানান, এ বছর উপজেলার আট ইউনিয়নে হাজার হেক্টর জমিতে রোপা আমন ধানে চাষের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে উফশি জাতের ২৮ হাজার ৩০৫ হেক্টর, হাইব্রিড ১০ হেক্টর ধানের চাষ হয়েছে। এই উপজেলার বেশির ভাগ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। এই এলাকার জমি আমন চাষের জন্য উপযুক্ত। তিনি আরও বলেন, উপজেলা কৃষি বিভাগের মাঠপর্যায়ের কর্মীরা কৃষকদের দ্বারে দ্বারে গিয়ে ধান ক্ষেতের সমস্যা সমাধানের চেষ্টা করছেন। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে