মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১

চিতলমারী ও গোয়ালন্দে দুই জনকে গলা কেটে হত্যা

পীরগঞ্জে মারামারিতে একজনের মৃতু্য পাঁচ জেলায় আরও ৫ অপমৃতু্য
স্বদেশ ডেস্ক
  ০১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
চিতলমারী ও গোয়ালন্দে দুই জনকে গলা কেটে হত্যা

বাগেরহাটে চিতলমারীতে ইজিবাইক চালক ও রাজবাড়ীর গোয়ালন্দে যুবককে গলা কেটে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এদিকে, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দুই পক্ষের মারামারিতে একজনের মৃতু্য হয়। অন্যদিকে, নানা কারণে গাজীপুরের কাপাসিয়া, ফরিদপুরের ভাঙ্গা, জামালপুরের দেওয়ানগঞ্জ, বাগেরহাটের ফকিরহাট ও চাঁদপুরের ফরিদগঞ্জে আরও পাঁচজনের অপমৃতু্য হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত ডেস্ক রিপোর্ট-

বাগেরহাট ও চিতলমারী প্রতিনিধি জানান, বাগেরহাটের চিতলমারী উপজেলায় আনোয়ার মোলস্না ওরফে আনো মোলস্না (২৮) নামের একজন ইজিবাইক চালককে গলা কেটে হত্যা করার অভিযোগ পওায়া গেছে। নিহত আনোয়ার বাগেরহাট সদরের মাঝিডাঙ্গা এলাকার সলেমান মোলস্নার ছেলে। গত শুক্রবার রাতে উপজেলার সন্তোষপুর গ্রামের একটি বাগানে তাকে হত্যা করে তার ইজিবাইকটি নিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে চিতলমারী থানা পুলিশ রাতেই অভিযান চালিয়ে পাশের পিরোজপুর জেলার কাউখালী এলাকা থেকে ইজিবাইকটি উদ্ধারসহ জড়িত দুইজনকে আটক করে। আটক দুইজন হলেন- বাগেরহাটের কচুয়া উপজেলার গজালিয়া এলাকার আকরাম শেখের ছেলে সজীব শেখ (২১) ও পিরোজপুরের নাজিরপুর উপজেলার বাকশি গ্রামের সুদেব মজুমদারের ছেলে সাগর মজুমদার (১৯)।

পুলিশ জানায়, রাত ৮টায় বাগেরহাট-চিতলমারী সড়কের চিতলমারী সন্তোষপুর এলাকায় ছিনতাইকারীরা ইজিবাইকটির গতিরোধ করে। এরপর চালককে সড়ক পাশের বাগানে নিয়ে গলা কেটে হত্যার পর ইজিবাইক নিয়ে পালিয়ে যায়। আটকদের দেখানো মতে, শনিবার ভোরে ঘটনাস্থলের পাশে খাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের ভাই দেলোয়ার মোলস্না বলেন, 'অনেক রাত হওয়ার পরও যখন ফোনে পাচ্ছিলাম না তখন মটোলক ডিভাইসের টেকনিশিয়ানের সঙ্গে যোগাযোগ করি এবং পুলিশের সহায়তায় ছিনতাইকারীদের আটক করি। আমি এই হত্যার বিচার চাই।'

চিতলমারী থানার ওসি স্বপন চন্দ্র রায় বলেন, নিহতের ভাই দেলোয়ার মোলস্না বাদী হয়ে এজাহার করেছেন। আসামিদের আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি জানান, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মার তীরবর্তী দেবগ্রাম বিএনপি বটতলা থেকে শনিবার সকালে এক যুবকের (৩৫) গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক ফরিদপুরের নগরকান্দা উপজেলার রাহুতপাড়া গ্রামের মৃত আবুল কালাম মোলস্নার ছেলে। পুলিশের ধারণা, নিহত যুবক নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি দলের সদস্য। অভ্যন্তরীণ বিরোধের কারণে প্রতিপক্ষরা তাকে খুন করে থাকতে পারে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে পথচারীরা ওই স্থানে রাস্তার পাশে ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখেন। লাশের পরিচয় শনাক্ত করতে না পেরে তারা গোয়ালন্দ ঘাট থানায় খবর দেন। সকাল ৮টায় পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

এ দিকে খবর পেয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। লাশের পরনে লাল রঙের হাফ হাতা গেঞ্জি ও নীল রঙের ফুলপ্যান্ট ছিল। লাশের পাশে একটি ধারাল বটি পাওয়া গেছে। গোয়ালন্দ ঘাট থানার ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, লাশের পরিচয় পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে হত্যা মামলার প্রস্তুতি চলছে।

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি জানান, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পারিবারিক বিরোধের জেরে দুই পক্ষের মারামারির সময় সলিরাম নামে এক ব্যক্তির মৃতু্য হয়েছে। শনিবার সকালে উপজেলার সেনগাঁও ইউনিয়নের দানাজপুর গ্রামে ঘটনাটি ঘটে। সেনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান জানান, পারিবারিক বিরোধের জেরে সকালে দানাজারপুর গ্রামের সলিরামের পরিবারের সঙ্গে একই এলাকার সুশীলের পরিবারের মারামারি হয়। একপর্যায়ে সলিরাম অসুস্থ হয়ে পড়েন এবং সঙ্গে সঙ্গে তার মৃতু্য হয়। আহত হন কান্ত নামে আরও একজন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পীরগঞ্জ থানার ওসি খাইরুল আনাম জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের কাপাসিয়ায় অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার বারিষাব ইউনিয়নের বর্জাপুর গ্রামের পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বয়স আনুমানিক ৩০ বছর। লাশের পচন ও পোকা খাওয়ায় ধারণা করা হচ্ছে, ৫-৬ দিন আগে পানিতে ডুবে মারা যায়। লাশের পরনে চেক লুঙ্গি থাকলেও শরীরে কোনো কাপড় ছিল না।

কাপাসিয়া থানার এসআই অমল চন্দ্র সরকার জানান, দুপুরে এলাকাবাসী পুরাতন ব্রহ্মপুত্র নদে পানিতে মরদেহটি ভেসে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে তোরাব বেপারী (৭০) নামের একজন বৃদ্ধের মৃতু্য হয়েছে। তিনি উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামের মৃত হাসেন বেপারীর ছেলে। শনিবার সকালে ভাঙ্গা-ফরিদপুর রেলওয়ে লাইনের জান্দি নামক স্থানে ঘটনাটি ঘটে।

এলাকাবাসীর কাছ থেকে জানা গেছে, তোরাব বেপারী কানে কম শুনতেন। সকালে তিনি রেলওয়ে লাইনের ওপর হাঁটছিলেন। এ সময় ভাঙ্গাগামী রাজবাড়ী এক্সপ্রেস ট্রেন ঘটনাস্থল অতিক্রম করলে এ দুর্ঘটনা ঘটে।

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জানান, জামালপুরের দেওয়ানগঞ্জে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় সেলিম মিয়া (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ পৌর এলাকার চরভবসুর নয়াপাড়া গ্রামের একটি পুকুর থেকে ওই মরদেহ উদ্ধার করে। সেলিম মিয়া নয়াপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে। স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে খাবার খেয়ে শুয়ে পড়েন সেলিম। সকালে তাকে না পেয়ে খোঁজাখুঁজি করে পরিবার। পরে সকাল ৯টায় পুকুরে তার মরদেহ ভাসমান অবস্থায় দেখে থানায় খবর দেওয়া হয়। পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে।

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি জানান, বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স থেকে আনিকা সুলতানা নিশি (২০) নামে নার্সিংপড়ুয়া এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেছেন। নিশি উপজেলার জয়পুর গ্রামের শেখ আরিফুল ইসলামের মেয়ে ও খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নার্সিংয়ের শেষ বর্ষের ছাত্রী ছিলেন।

ফকিরহাট মডেল থানার ওসি আশরাফুল আলম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি জানান, চাঁদপুরের ফরিদগঞ্জে রেশমা আক্তার সোমা (২৭) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের গাব্দেরগাঁও এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সোমা ওই গ্রামের মুলাম বাড়ির কাতার প্রবাসী রাজনের স্ত্রী।

স্থানীয় ইউপি সদস্য ইউনুছ আহমেদ বলেন, সোমার স্বামী গত দুই মাস পূর্বে কাতার থেকে দেশে আসেন। এরপর থেকে তাদের পারিবারিক কলহ সৃষ্টি হয়। শুক্রবার রাতে কলহ মীমাংসার জন্য বৈঠক করে স্বামী-স্ত্রীকে মিলিয়ে দেয়। রাতে স্বামীকে রেখে অন্য রুমে ঘুমাতে যান সোমা। রাতেই পরিবারের লোকজন তাকে ডাকতে গেলে দেখে, তিনি সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে