মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১

কালীগঞ্জে মাদকের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
  ০১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
গাজীপুরের কালীগঞ্জে মাদকদ্রব্য ব্যবসা ও সেবন নির্মূলের দাবি জানিয়ে বিক্ষোভ করে গ্রামবাসী -যাযাদি

গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের ভাদার্ত্তী দক্ষিণপাড়া গ্রামে মাদকদ্রব্য ব্যবসা ও সেবন নির্মূল করতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে গ্রামবাসী।

শনিবার ভাদার্ত্তী দক্ষিণপাড়া গ্রামের যুব সমাজের উদ্যোগে ভাদার্ত্তী পুরনো সাব-রেজিস্ট্রার অফিস এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ-মিছিল অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে গ্রামের তরুণ ও যুব সমাজের প্রতিনিধি ছাড়াও এলাকাবাসী, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এ সময় স্থানীয় গ্রামবাসী ও যুব সমাজের পক্ষে বক্তব্য রাখেন ইনজামুল হক জাকির, সুমন সরকার, শহিদুল সরকার, নুরুল ইসলাম, রাসেল মিয়া, সবুজ মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, আদর্শ গ্রাম গড়তে হলে গ্রামকে মাদক মুক্ত করতে হবে। এ ছাড়া আর কোনো বিকল্প নেই। সুস্থ-সুন্দর পরিবেশই আগামী প্রজন্মের জন্য সঠিক সামাধান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে