ভোলা পৌরসভাকে একটি পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মাসব্যাপী পরিচ্ছন্ন অভিযান শুরু হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের সহযোগিতায় শনিবার জেলা প্রশাসক কার্যালয়ের চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আরিফুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন ভোলা পৌরসভার প্রশাসক মোহাম্মদ কায়সার খসরু, নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন আরজু, জেলা বিএনপির সদস্য-সচিব রাইসুল আলমসহ বিডিক্লিনের সদস্যরা।
এর আগে বিডিক্লিনের স্বেচ্ছাসেবী সদস্যদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক। পরে পৌরসভা সংলগ্ন কোর্ট মসজিদের পুকুর পরিষ্কার শুরু করেন বিডিক্লিনের সদস্যরা। এ সময় তাদের সহযোগিতা করেন জেলা প্রশাসক ও পৌরসভার অন্য কর্মকর্তারা।
পৌরসভার প্রশাসক মোহাম্মদ কায়সার খসরু জানান, ভোলার পৌর শহরকে পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ডেঙ্গুর বংশ বিস্তারের হাত থেকে মানুষকে রক্ষায় তারা বিডিক্লিন'র সহযোগিতায় পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছেন।