সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ৩১ আগস্ট ২০২৪, ০০:০০

প্রতিনিধি
মৃতু্যবার্ষিকী ম বিরল (দিনাজপুর) প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বিরল পৌর শাখার সাবেক আহ্বায়ক মরহুম আলিমুল ইসলামের ২য় মৃতু্যবার্ষিকী উপলক্ষে পৌর যুবদলের আয়োজনে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও মরহুমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিরল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ মামুন, উপজেলা তাঁতিদলের আহ্বায়ক লুৎফর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোমিনুল ইসলাম কাউন্সিলর, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা, ৯নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মাহাতাব আলী বাবু, ১০নং রানীপুকুর ইউনিয়ন তাঁতিদলের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন। আলোচনা সভা ম মাধবদী (নরসিংদী) প্রতিনিধি নরসিংদীর মাধবদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫টায় মাধবদীর একটি স্থানীয় কমিউনিটি সেন্টারে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নরসিংদী জেলা শাখার আমীর মাওলানা মোছলেহ উদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধবদী শহর শাখার আমীর মাওলানা আমিনুল হক। মাধবদী শহর শাখার সেক্রেটারী মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি ছিলেন নরসিংদী জেলা শাখার সেক্রেটারী মাওলানা আমজাদ হোসেন, মাধবদী থানা শাখার আমীর আব্দুল জাব্বার। ত্রাণ সহায়তা শরীয়তপুর প্রতিনিধি দেশের পূর্বাঞ্চলে সাম্প্র্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বিএনপির কেন্দ্রীয় ত্রাণ তহবিলে শরীয়তপুর জেলা বিএনপি ১০ লক্ষ নগদ টাকা সহায়তা প্রদান করেছেন। শুক্রবার দুপুরে শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ ও সাধারণ সম্পাদক সরদার এ কে এম নাসির উদ্দিন কালুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ত্রাণের অর্থ প্রদান করেন। এ সময় ছিলেন শরীয়তপুর জেলার সদর, জাজিরা, নড়িয়া, ভেদরগঞ্জ, ডামুড্যা ও গোসাইরহাট উপজেলা বিএনপির সহযোগী সংগঠনের শতাধিক নেতা। ত্রাণসামগ্রী প্রেরণ ম গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলাবাসীর পক্ষ হতে কুমিলস্নার দুর্গম এলাকায় বন্যা দুর্গত ২শ' পরিবারের জন্য ত্রাণসামগ্রী পাঠানো হচ্ছে। স্বেচ্ছাসেবকরা জানান, প্রস্তুতকৃত সামগ্রীগুলো তারা সরাসরি কুমিলস্নার বেগমগঞ্জ উপজেলার হাজিপুর ইউনিয়নে নিয়ে যাবেন। তারা খোঁজ নিয়ে জেনেছেন, প্রত্যন্ত ওই এলাকায় পর্যাপ্ত ত্রাণসামগ্রী পৌঁছাচ্ছে না। গোয়ালন্দ উপজেলা ত্রাণ তহবিলের অন্যতম সমন্বয়ক কলিন্স পার্থ ও নাজমুল হোসেন জানান, ত্রাণ তহবিল গঠনে তাদের আহ্বানে সাড়া দিয়ে গোয়ালন্দ উপজেলার সর্বস্তরের জনগণ ছাড়াও গোয়ালন্দ প্রবাসী ফোরাম, গোয়ালন্দ বস্নাড ডোনার ক্লাব, দৌলতদিয়া ইয়াং ফাউন্ডেশন, দৌলতদিয়া বন্ধুত্ব ক্লাব, গোয়ালন্দ বাজারের ব্যবসায়ীসহ অনেকেই এগিয়ে আসেন। বিদায় ও বরণ ম পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার পূর্বধলা উপজেলার অগ্রণী ব্যাংক পিএলসি পূর্বধলা শাখার নতুন ব্যবস্থাপক হিসেবে যোগদান করছেন প্রিন্সিপাল অফিসার এস.এম মুরাদ। বদলিজনিত কারণে বিদায় নিয়েছেন ব্যবস্থাপক প্রিন্সিপাল অফিসার মো. এরশাদুল হক। এ উপলক্ষে অগ্রণী ব্যাংক পূর্বধলা শাখার উদ্যোগে গত বৃহস্পতিবার বিকালে বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের কার্যালয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রিন্সিপাল অফিসার মো. সাদেকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসি নেত্রকোনা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক মো. হায়দারুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল (এসপিও) মো. এনামুল হক। উদ্বোধনী অনুষ্ঠান ম পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় বৃহস্পতিবার বিকালে পাটকেলঘাটা বাজার জামে মসজিদের দু-তলায় হাজী কল্যাণ ফাউন্ডেশনের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় ইমাম সমিতি সাতক্ষীরা জেলার সভাপতি মাওলানা আ. রশিদ, ক্যাপ্টেন এছাহাক আলী, আব্দুল মালেক, মো. আব্দুল আলিম, আব্দুস সোবহানসহ আরও অনেকে। এ সময় পাটকেলঘাটা থানা এলাকার ৫টি ইউনিয়নের হাজীদের নিয়ে মাওলানা মনিরুল ইসলামকে আহ্বায়ক করে ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ত্রাণসামগ্রী বিতরণ ম নাঙ্গলকোট (কুমিলস্না) প্রতিনিধি কুমিলস্নার নাঙ্গলকোট প্রেস ক্লাবের আয়োজনে বন্যার্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণের অংশ হিসেবে বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার প্রত্যন্ত ও দুর্গম এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় ছিলেন নাঙ্গলকোট প্রেস ক্লাব সভাপতি মজিবুর রহমান মোলস্না, সহ-সভাপতি অধ্যাপক জাকির হোসেন ও জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন জনি, সহ সাংগঠনিক সম্পাদক তোফায়েল মাহমুদ ভূঁইয়া বাহার, অর্থ সম্পাদক মো. রেজাইল করিম রাজু। এলাকা পরিদর্শন ম স্টাফ রিপোর্টার, নোয়াখালী নোয়াখালী ও ফেনীতে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করছেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুর রহমান। এসময় তার সঙ্গে ছিলেন ময়নামতি রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রাশেদুল হাসানসহ বিএনসিসি ক্যাডেটরা। মতবিনিময় সভা ম ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় শুক্রবার রাজমনি হোটেলে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ঝিনাইগাতী উপজেলা বিএনপি। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও গত ৫ আগস্টে সরকার পতনের পর বিএনপির করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন শেরপুর জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। সভায় আরও ছিলেন উপজেলা বিএপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শাহাজাহান আকন্দ, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নানসহ জেলা/ উপজেলা অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। প্রতিষ্ঠাবার্ষিকী পালন ম নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি কুড়িগ্রামের নাগেশ্বরীতে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন বস্নাড ব্যাংকের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। 'মানবজাতির কল্যাণে এগিয়ে আসি সেবাদানে' এই স্স্নোগানে নাগেশ্বরী বস্নাড ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে নাগেশ্বরী সরকারি কলেজ অডিটরিয়ামে আলোচনা সভা ও পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি বিশিষ্ট সংস্কৃতিক ব্যক্তিত্ব সুব্রত ভট্টাচার্জ। নাগেশ্বরী বস্নাড ব্যাংকের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন হলিকেয়ার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক'র পরিচালক বখতিয়ার রহমান, বস্নাড ব্যাংকের নবনির্বাচিত সভাপতি রাশেদ আহমেদ, সদস্য আসিফ মাহমুদ, ইসমাইল হোসেন ছোটন, আলমগীর হোসেন প্রমুখ। অবহিতকরণ সভা ম সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি মানবসম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি প্রকল্পের আয়োজনে গাইবান্ধার সাঘাটা উপজেলার জনস্বাস্থ্য অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা পর্যায়ে পানি সরবরাহ স্যানিটেশন এবং স্বাস্থ্য বিধিবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিস ইসাহাক আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাদেকুজ্জামান, প্রাণিসম্পদ কর্মকর্তা রেবা বেগম, উপজেলা জনস্বাস্থ্য অফিসার মামুন অর রশিদ, সমাজসেবা অফিসার মশিউর রহমান, পলস্নী উন্নয়ন অফিসার সামিউল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার আবদুলস্নাহিশ শাফি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ঠু, উপজেলা বিএনপির সদস্য সচিব ও ঘুড়িদহ ইউপি চেয়ারম্যান সেলিম আহমেদ তুলিপ। খাদ্যসামগ্রী বিতরণ ম চৌদ্দগ্রাম (কুমিলস্না) প্রতিনিধি চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কুমিলস্না দক্ষিণ জেলা বিএনপির সদস্য জি এম তাহের পলাশী এবং চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাজাদুর রহমান মোলস্না হিরনের উদ্যোগে শুক্রবার বিকালে পৌর সদরের শ্রীপুরে বন্যার্ত মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় ছিলেন পৌর যুবদলের সাবেক সভাপতি গোলাম মোস্তফা অভিসহ বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা। সমাবেশ অনুষ্ঠিত ম সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ইস্ট ওয়েস্ট মিডিয়াসহ বিভিন্ন গণমাধ্যমে দুর্বৃত্তের হামলা ও ভাঙচুরের প্রতিবাদে নীলফামারীর সৈয়দপুরে কর্মরত সংবাদকর্মীদের আয়োজনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় নতুন বাবুপাড়া সিটি সেন্টারে সৈয়দপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সময় টিভির স্টাফ রিপোর্টার সাকির হোসেন বাদলের সভাপতিত্বে দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সৈয়দপুর উপজেলা প্রতিনিধি তোফাজ্জল হোসেন লুতু'র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলো পত্রিকার এম আর আলম ঝন্টু, প্রেস ক্লাবের সম্পাদক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রতিনিধি জিকরুল হক, সাপ্তাহিক জনসমস্যা পত্রিকার সম্পাদক শওকত হায়াত শাহ্‌, এখন টিভি চ্যানেলের স্টাফ রিপোর্টার আমিরুল বাপ্পী। বৃক্ষরোপণ ম লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় হবিগঞ্জের লাখাইয়ে হাওড় রক্ষায় আমরাও এবং খোয়াই রিভার ওয়াটারকিপার'র উদ্যোগে গাছের চারা রোপণ কর্মসূচির আওতায় ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে। শুক্রবার লাখাই উপজেলার বুলস্নাবাজার সংলগ্ন মধ্যসিংহগ্রাম সড়কে ও আলালপুর কবরস্থান এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। এর আগে পরিবেশ রক্ষায় গাছ লাগানোর জন্য উদ্বুদ্ধ করতে পরিবেশ সংগঠক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, কবি তাহমিনা বেগম গিনির সভাপতিত্বে ও খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল'র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) সদস্য সচিব শরীফ জামিল। অতিথি ছিলেন পরিবেশ সংগঠক, হবিগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল। শোকর্ যালি ম ময়মনসিংহ বু্যরো ময়মনসিংহে মানবাধিকার সংগঠন অধিকার ও মায়ের ডাকের উদ্যোগে গুম হওয়া ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে শোকর্ যালি শেষে নগরীর ময়মনসিংহ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। অধিকার ময়মনসিংহ নেটওয়ার্কের সমন্বয়কারী সাংবাদিক আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় মানববন্ধনে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্য, আইনজীবী, সাংবাদিক, ছাত্র-শিক্ষক ও মানবাধিকার কর্মীরা অংশ নেয়। মানববন্ধনে ছিলেন কেন্দ্রীয় আইনজীবী ফোরামের সহ-সভাপতি অ্যাডভোকেট নূরুল হক, অ্যাডভোকেট এটিএম মাহবুব-উল-আলম, অ্যাডভোকেট রেজাউল করিম চৌধুরী, সাংবাদিক আব্দুল আউয়াল। সভা অনুষ্ঠিত ম আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি নারায়ণগঞ্জের আড়াইহাজারে গোপালদী পৌর বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন। আলোচনা সভায় ছিলেন গোপালদী পৌর বিএনপির নেতৃবৃন্দ ও শত শত নেতাকর্মী। এ সময় মাহমুদুর রহমান সুমন সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে দলের জন্য কাজ করে যেতে অনুরোধ করেন এবং দলীয় নেতাকর্মীদের সকল প্রকার অপ্রীতিকর ঘটনা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেন। মাহফিল অনুষ্ঠিত ম মান্দা (নওগাঁ) প্রতিনিধি নওগাঁর মান্দায় দ্বীন ইসলাম প্রচারের লক্ষ্যে ১২তম তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার ৫নং গণেশপুর ইউনিয়নের উত্তর পারইল হাজীপাড়া (মিলনের ইটভাটার খলিয়ানে) এতে সভাপতিত্ব করেন গণেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী (বাবুল)। এসময় প্রধান আলোচকের বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন কুষ্টিয়ার মাও. মুফতি আমির হামজা, দ্বিতীয় আলোচকের বক্তব্য রাখেন ইয়াছির আরাফাত এবং তৃতীয় আলোচকের বক্তব্য রাখেন আব্দুস শুকুর আমানুলস্নাহ প্রমুখ। এসময় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার আমির খ ম আব্দুর রাকিব। বিশেষ অতিথি ছিলেন ওলামা জামায়াতের জেলা সভাপতি মাওলানা মোস্তফা আল আমিন। মতবিনিময় সভা ম পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার পূর্বধলায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের পর্যালোচনা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রকৌশলী সাদিকুল জাহান রিদানের বদলি উপলক্ষে এ সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ছিলেন বিদায়ী উপজেলা প্রকৌশলী সাদিকুল জাহান রিদান, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ বাবুল আলম তালুকদার, উপজেলা সদর ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বুলবুল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির পূর্বধলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. জায়েজুল ইসলাম। মেডিকেল ক্যাম্পেইন ম দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বিগত কয়েকদিনের বন্যায় বিভিন্ন এলাকার মানুষের পানিবাহিত রোগ দেখা দেয়। মানুষের সুচিকিৎসার কথা চিন্তা করে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন ও ওষুধ বিতরণের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা সেনা জোন। শুক্রবার উপজেলার মেরুং ইউপি সংলগ্ন হাইস্কুল মাঠে এ সময় চিকিৎসাসেবা প্রদান করেন মেডিসিন বিশেষজ্ঞ ডা. একে এম শাহরিয়ার কবির, ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম পাঠান, ডা. মো. ইব্রাহিম। মেডিকেল ক্যাম্পেইন পরিদর্শন করেন দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লে. কর্নেল ওমর ফারুক (পিএসসি)। কর্মিসমাবেশ ম কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুকবার বিকালে কেন্দ্রীয় ঘোষিত সাংগঠনিক ও চাঁদা পক্ষ উপলক্ষে স্থানীয় অফিসে ফেডারেশনের উপজেলা সভাপতি বেলাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র ফেডারেশন মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মোমিত। মধ্যে বক্তব্য রাখেন ফেডারেশনের উপজেলা সহসভাপতি আবুল কাশেম আজাদ, সহ-সভাপতি সুলতান আহমদ চৌধুরী, পৌর সভাপতি মাওলানা সাইদুল ইসলাম। আর্থিক সহায়তা ম নকলা (শেরপুর) প্রতিনিধি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত দুই পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন শেরপুরের নকলা উপজেলা বিএনপি। শুক্রবার সকালে শেরপুর-২ আসনের সাবেক এমপি ও হুইপ মরহুম আলহাজ জাহেদ আলী চৌধুরীর ছেলে কেন্দ্রীয় বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী তার ব্যক্তিগত তহবিল থেকে নিহত দুই পরিবারের সদস্যদের হাতে এক লাখ টাকা তুলে দেন। এ সময় ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ খোরশেদুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা আলহাজ মাহমুদুল হক দুলাল, পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ কামরুল আলম খান লিটন।