শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১
চার জেলায় ৪ মরদেহ উদ্ধার

তিন জেলায় কিশোরীসহ ৩ জনকে কুপিয়ে হত্যা

স্বদেশ ডেস্ক
  ৩১ আগস্ট ২০২৪, ০০:০০
তিন জেলায় কিশোরীসহ ৩ জনকে কুপিয়ে হত্যা

কুমিলস্নার মুরাদনগরে এক কিশোরীকে হাত-পা বেঁধে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। এদিকে হবিগঞ্জের নবীগঞ্জে ছুরিকাঘাতে আহত সিএনজি চালকের মৃতু্য হয়েছে। অপরদিকে গাজীপুরের টঙ্গীতে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া চার জেলায় আরও ৬ জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

মুরাদনগর (কুমিলস্না) প্রতিনিধি জানান, কুমিলস্নার মুরাদনগরে রাবেয়া আক্তার (১৫) নামের এক কিশোরীকে নিজ ঘরে ঢুকে হাত-পা বেঁধে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। পরিবারের লোকজন লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে মুরাদনগর থানার পুলিশ ঘটনার স্থল থেকে মরদেহ উদ্ধার করে।

বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে এই ঘটনা ঘটে।

নিহত কিশোর রাবেয়া আক্তার ইউছুফনগর গ্রামের দক্ষিণপাড়া এলাকার প্রবাসী জাকির হোসেন এরশাদের কন্যা।

এ বিষয়ে মুরাদনগর থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, 'হত্যাকারীকে শনাক্ত করতে পুলিশের অনুসন্ধান চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিলস্না মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, হবিগঞ্জের নবীগঞ্জের আউশকান্দি ইউনিয়নের সঈদপুর বাজার স্ট্যান্ডে সংঘটিত ছুরিকাঘাতে আহত সিএনজি চালক হাফিজুর রহমান (৩৯) ৩ দিন চিকিৎসাধীন থেকে ঢাকা একটি হাসপাতালে মৃতু্যবরণ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালে থাকা নিহতের ছেলে আব্দুল কাদির।

জানা গেছে, গত সোমবার দিবাগত সন্ধ্যা রাতে হাফিজুর মিয়াকে সঈদপুর বাজার সিএনজি স্ট্যান্ডে সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে অপর শ্রমিক চৈতন্যপুর গ্রামের আহাদ মিয়ার ছেলে শিপন মিয়া (৩০)। এতে গুরুতর আহত হন সিএনজি শ্রমিক হাফিজুর রহমান। স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হলে ঢাকায় প্রেরণ করা হয়।

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রম্নতার জেরে সেলিম মিয়া (৩০) নামের এক যুবককে বাসা থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত দুইটায় কেরানিরটেক বস্তি এলাকার বাসা থেকে তাকে ডেকে নিয়ে যায়। নিহত সেলিম নরসিংদী জেলার শিবপুর থানার নোয়াদিয়া গ্রামের বিলাল হোসেনের ছেলে। পুলিশ সকালে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ সৈয়দ রাফিউল করিম জানান, একটি খুন হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, হবিগঞ্জের চুনারুঘাটে পৃথক স্থানে তিন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, বৃহস্পতিবার চুনারুঘাট উপজেলার রাণীগাঁও ইউনিয়নের গাজিগঞ্জ এলাকায় নিজ পোল্ট্রি খামারে কাজ করতে গিয়ে বিদু্যৎস্পৃষ্ট হয়ে সুমন রায় (৩৮) নামে এক পোল্ট্রি ব্যবসায়ী মারা গেছেন। সুমন রায় গাজিগঞ্জ এলাকার দেবব্রত রায়ের ছেলে।

একই দিন বিকালে উপজেলার মিরাশি ইউনিয়নের পরাঝার খোয়াই নদী থেকে প্রায় এক অজ্ঞাতপরিচয় নারীর (৩০) মরদেহ উদ্ধার করা হয়েছে। সন্ধ্যায় সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়। এদিকে বিকালে রাণীগাঁও ইউনিয়নে গ্রিনল্যান্ড পার্কে কাঁঠালগাছের ডালের সঙ্গে পরনের লুঙ্গি পেঁচিয়ে ফাঁস লাগানো অবস্থায় আব্দুল মতিন (৬০) নামের বৃদ্ধের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আব্দুল মতিন দক্ষিণ রাণীগাঁও এলাকার মৃত আব্দুল নুরের ছেলে। এ বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কবির হোসেন।

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া জানান, ব্রাহ্মণবাড়িয়ায় সদর থানার পুকুরে ঝাঁপ দিয়ে হাদিসুর রহমান (২৯) নামে এক মাদকাসক্ত যুবকের মৃতু্য হয়েছে। শুক্রবার সকালে সেনাসদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরা তার লাশ উদ্ধার করে।

মৃত হাদিসুর রহমান সদর উপজেলার ভাটপাড়া গ্রামের মৃত শামসুল হকের ছেলে। এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফ্‌ফর হোসেন জানান, মৃতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হাদিসুরের স্ত্রী শেফালি বেগম সদর থানায় একটি অপমৃতু্যর মামলা করেছেন।

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের সেতাবগঞ্জে বিদু্যৎস্পৃষ্টে এক যুবকের মর্মান্তিক মৃতু্য হয়েছে।

মৃত রহিম সেতাবগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড পিডিবি পাড়ার বসবাসকারী আব্দুল মালেকের ছেলে।

জানা গেছে, শুক্রবার মালিপাড়া রেলঘুন্টি তুলাই পেট্রোল পাম্পের পাশে পৌরসভার শেষ সীমানায় একটি শুকনো কাজের ডাল ভাঙতে গিয়ে ১১ হাজার ভোল্টের বিদু্যৎস্পৃষ্ট হয়ে রহিম নামের এই যুবকের মর্মান্তিক মৃতু্য হয়।

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি জানান, মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ পদ্মা সেতুর পুনর্বাসন কেন্দ্র থেকে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পদ্মা সেতু উত্তর থানা পুলিশ।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে পদ্মা সেতুর কুমারভোগ পুনর্বাসন কেন্দ্রের মাছবাজারের পাশে পরিত্যক্ত একটি টিনের দোকানঘর থেকে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত এই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

নিহতের নাম সোহরাব বেপারী (৫৫) পার্শ্ববর্তী মেদিনীমন্ডল ইউনিয়নের কান্দিপাড়া গ্রামের ৩নং ওয়ার্ডের মৃত মোসলেম বেপারীর ছেলে। তিনি চায়না অস্থায়ী প্রজেক্ট এলাকায় রাস্তার পাশে ভাসমান অবস্থায় বসবাস করতেন বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে।

পদ্মা সেতু উত্তর থানার এসআই মিরাজ জানান, 'পুনর্বাসন কেন্দ্রের বসবাসকারীদের সংবাদের ভিত্তিতে থানা পুলিশ গিয়ে সোহরাব বেপারীর ঝুলন্ত লাশ উদ্ধার করে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মৃত ব্যক্তির বড় মেয়ে শারমিনের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে