শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

সেনবাগে আশ্রয় কেন্দ্রে পুত্রসন্তানের জন্ম দিলেন গৃহবধূ

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
  ৩১ আগস্ট ২০২৪, ০০:০০
সেনবাগে আশ্রয় কেন্দ্রে পুত্রসন্তানের জন্ম দিলেন গৃহবধূ

ভয়াবহ বন্যায় নিজ ঘর পানিতে ডুবে যাওয়ায় আশ্রয় কেন্দ্রে ঠাই নিয়েছিলেন সন্তানসম্ভবা গৃহবধূ। আর সেখানেই পুত্রসন্তান প্রসব করলেন নোয়াখালীর সেনবাগের গৃহবধূ খাদিজা বেগম। বৃহস্পতিবার ভোরে উপজেলার ডমুরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রে তিনি এ পুত্রসন্তানের জন্ম দেন। গৃহবধূ খাদিজা ডমুরুয়া ইউনিয়নের ডমুরুয়া হাজারি বাড়ির তাজুল ইসলামের স্ত্রী।

বৃহস্পতিবার ভোরে ঐ গৃহবধূর প্রসব বেদনা উঠলে সঙ্গে থাকা অন্য মহিলাদের সহযোগিতায় আশ্রয় কেন্দ্রেই ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দেন। খবর পেয়ে আশ্রয় কেন্দ্র সংলগ্ন মিয়া বাড়ির এম এ মাজেদ মিয়া মাসুদের স্ত্রী রোকসানা মাজেদ ছুটে এসে শিশুটিকে কোলে তুলে নেন এবং সেবা শুশ্রূষা করতে থাকেন এবং নবজাতকের মা খাদিজাকে খাবার ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা করেন।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ বলেন, আমি আপনার কাছেই শুনলাম, যত দ্রম্নত সম্ভব শিশুটির প্রয়োজনীয় শিশুখাদ্য, মায়ের চিকিৎসার প্রয়োজন হলে ব্যবস্থা নিব। শিশুটির মা ও অন্যদের জন্য ভালো খাবারের ব্যবস্থা করব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে