শরীয়তপুরের গোসাইরহাটের নাগেরপাড়া ইউনিয়নের মো. শাহিন শরীফের ছেলে শাতিল শরীফ মাদকের মতো কঠিন ফাঁদে পা দেয়, মাদকদ্রব্য অতিরিক্ত ব্যবহারের ফলে তার ওপর আসক্তি জন্মায়। তবে তা ধীরে ধীরে একজন সুস্থ মানুষকে গিলে খায়। বৃহস্পতিবার বিকালে মাদকাসক্ত ও মানসিক রোগ চিকিৎসার জন্য শাতিল শরীফকে বরিশালে চিকিৎসা ও ভাড়া বাবদ সরকারিভাবে ৩৫ হাজার টাকা আর্থিক অনুদান দেন
শাতিল শরীফের মা সুরভী বেগম বলেন, দীর্ঘদিন যাবৎ আমার ছেলে মাদকাসক্ততার কারণে অসুস্থ হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। আমি তাকে বরিশাল মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে চিকিৎসা করাতে চাই। তারপর উপজেলা নির্বাহী অফিসার স্যারের কাছে অবগত করলে সে সম্পূর্ণ চিকিৎসা ও যাতায়াতের টাকা সরকারিভাবে বহন করার ব্যবস্থা করে দিয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাব্বির সাজ্জাদ বলেন, বরিশাল নথুলস্নাবাদ দি লাইফ কেয়ার, মাদকাসক্তি ও মানসিক রোগ চিকিৎসা কেন্দ্রে শাতিল শরীফকে ভর্তির জন্য সরকারিভাবে ৩৫ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে।