শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

স্বদেশ ডেস্ক
  ৩১ আগস্ট ২০২৪, ০০:০০
দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

নওগাঁর নিয়ামতপুর ও পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় ব্যাবসায়ীসহ নিহত ২, আহত ৬। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর নিয়ামতপুরে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক টুটুল বর্মন (১৯) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের পেছনে থাকা আরোহী দূর্জয় (২২) নামের যুবক গুরুতর আহত হয়েছেন। পরে তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করানো হয়েছে। এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার ছাতড়া-শিবপুর রোডের নেহেন্দা নামক স্থানে। নিহত টুটুল বর্মন মহাদেবপুর উপজেলার হাতুড়ি ইউনিয়নের গাহলি গ্রামের সুকুমার বর্মনের একমাত্র সন্তান। আহত দূর্জয় পত্নীতলা উপজেলার সৈয়দপুর গ্রামের ধনঞ্জয় বর্মনের ছেলে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

সাঁথিয়া ও পাবনা প্রতিনিধি জানান, পাবনার সাঁথিয়ায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে বাবলু বিশ্বাস (৬০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন। শুক্রবার দুপুরের দিকে পাবনা-ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার করমজা ইউনিয়নের ভীটাপাড়া নতুন ব্রিজের কাছাকাছি স্থানে এ ঘটনা ঘটে। নিহত বাবলু বিশ্বাসের বাড়ি সাঁথিয়া পৌরসভাধীন দাসপাড়াতে। সাঁথিয়া বোয়াইলমারী বাজারে তার সাইকেলের পার্টস'র দোকান রয়েছে। মাধপুর হাইওয়ে থানার ওসি জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিএনজি ও ট্রাক আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। চালক পলাতক রয়েছে। তিনি বলেন, নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এলেই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে লাশ হস্তান্তর করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে