কেরানীগঞ্জে হাঁস-মুরগির খামার ও বাড়ি দখল চেষ্টার অভিযোগ
প্রকাশ | ৩১ আগস্ট ২০২৪, ০০:০০
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
ঢাকার কেরানীগঞ্জে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকার অসহায় মো. সবুজের জমি দখল ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। শুক্রবার সকালে উপজেলার নোয়াদ্দা ভুক্তভোগীর বাড়িতে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সবুজ, তার মা রমিজা বেগম ও বোন বিথী আক্তার। সংবাদ সম্মেলনে উলেস্নখ করা হয়, উপজেলার দক্ষিণ কেরানীগঞ্জ নোয়াদ্দা গ্রামের জমির আলীর ছেলে সবুজ দীর্ঘদিন ধরে ২টি খামারের মাধ্যমে মা-বাবা ও স্ত্রী সন্তান নিয়ে সংসার চালাতেন। কিন্তু ২৪ আগস্ট, সকালে স্থানীয় প্রভাবশালী ও ক্ষমতার পালাবদলে প্রতিবেশী মো. জনি নেতৃত্বে তার দলবল নিয়ে আমাদের ২টি খামার, ব্যক্তি উদ্যাগে গড়া রশিদিয়া নুরানি মাদ্রাসার একটি ভবন, একটি বাসভবন জোরপূর্বক দখল করে নিয়েছে। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশকে জানিয়েও অন্যত্র বসবাস করা এবং হুমকি ধামকি দিয়ে আসছে তারা। এ ঘটনার তদন্তপূর্বক অন্তর্বর্তীকালীন সরকার ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী পরিবারের সদস্য।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আবু রিয়াদ বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।