শ্যামনগরে পাগলা কুকুরের কামড়ে দশ জন আহত

প্রকাশ | ৩১ আগস্ট ২০২৪, ০০:০০

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সদরের নিকটবর্তী খ্যাগড়াদানা গ্রামে পাগলা কুকুরের কামড়ে দশ ব্যক্তি গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার দিনের বিভিন্ন সময়ে মাঠে কাজ করার সময় একটি পাগলা কুকুর তাদের কামড় দেয়। কুকুরের কামড়ে আহতরা হলেন খ্যাগড়াদানা গ্রামের সুফিয়া বিবি, খাদিজা খাতুন, স্বর্ণলতা, অশোক কুমার, পূর্ণিমা রানী ও আজিজুলসহ আরও ৪ জন। স্থানীয় ইউপি সদস্য আজিবর রহমান জানান, মাঠে কাজ করার সময় হঠাৎ একটি পাগলা কুকুর এ সব ব্যক্তিদের কামড় দেয়। এ সময় তাদের চিৎকারে পার্শ্ববর্তীরা দ্রম্নত এগিয়ে এসে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করেন। তিনি আরও জানান, পাগলা কুকুরটিকে গ্রামবাসী পিটিয়ে মেরে ফেলেছে। শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জিয়াউর রহমান বলেন, আহতদের এর্ন্টিযাবিস ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে।